এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার 8○ উহা হইতে অনেকগুলা লৌহ-শলাকা বাহির হইয়াছে। শেরবোনে একজন হাতুড়ে ছাড়া আর কিছুই নহে; সেইজন্য শেরবোনোর প্রকৃত বৈজ্ঞানিক পরীক্ষায় কোন উদ্যোগ ছিল না। কিন্তু তবু পূর্ব্বেকার "আলকিমি-রাসায়নিকের পরীক্ষাগারে প্রবেশ করিলে মনের যে রকম ভাব হইত, তার এই আজগুবি ধরণের পরীক্ষাগারে প্রবেশ করিলে মনে সেইরূপ একটা ভাব না হইয়া যায় না । কৌটি ওলাফ-লাবিন্‌স্কি লোক-মুখে শুনিয়াছিলেন, এই ডাক্তারের অনেক অলৌকিক চেষ্টা সফল হইয়াছে ; তাই তার অতি-বিশ্বাস-প্রবণ কৌতুহল উদ্দীপ্ত হইল। তিনি ডাক্তারের সহিত সাক্ষাৎ করিতে গেলেন । যখন কৌন্ট ডাক্তারের গৃহে প্রবেশ করিলেন, তখন তার অনুভব হইল যেন একটা অস্পষ্ট অগ্নিশিখা তাঙ্গকে ঘিরিয়া আছে ; তাহার সমস্ত শরীরের রক্ত মাথার দিকে প্রবাহিত হইল, র্তাহার রগের শিরাগুলা দব দব করিতে লাগিল ; ঘরের দুঃসহ উত্তাপে র্তার যেন শ্বাসরোধ হইল। প্রদীপে যে তেল পুড়িতেছিল, ফুলদানীতে যাভাদ্বীপের যে সব মসলাদার বৃহৎ পুষ্প দুলিতেছিল—সেই তেল ও পুষ্পের তীব্র গন্ধে তার মাথা ধরিয়া গেল। মাতালের মত টলিতে টলিতে, ডাক্তারের অভিমুখে কৌন্ট কিয়ৎপদ অগ্রসর হইলেন। ডাক্তার শেরবোনো সন্ন্যাসাদিগের মত আসনপিড়ি হইয়া পালঙ্কে বসিয়াছিলেন। পরিচ্ছদে আচ্ছাদিত ডাক্তারের শীর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ যে ভাবে দেখা যাইতেছিল, দেখিলে মনে হয় যেন একটা মাকড়শা জালের মধ্যে থাকিয়া তাহার শিকারের উদ্দেশ্যে নিশ্চলভাবে বসিয়া আছে। কেণ্টিকে দেখিবামাত্র তাহার ফসফরস-দীপ্ত চোখ-দুইটা সহসা জ্বলিয়৷ डेन । কিন্তু পরক্ষণেই ইচ্ছা করিয়া উহা নিড়াইয়া দিলেন । তাহার পর