এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার 8వ উঠাইয়া লইয়া ঝিনুক ও রূপা-খচিত একটা বাকৃসোর ভিতর, সেই ছাপ-সমেত মৃত্তিকাখণ্ড স্মৃতিচিহ্নস্বরূপ সযত্নে রাখিয়া দিয়াছিলেন। এবং উহার অতি ক্ষুদ্র চাবিটি একটি খুব সরু চেনে বদ্ধ হইয়া তাহার গলায় ঝুলিত । শিষ্টাচারে অভ্যস্ত ডাক্তার, কৌন্টের লজ্জা-সঙ্কোচ লক্ষ্য করিয়া আর । পীড়াপীড়ি করিলেন না, এবং তাহাকে একটা টেবিলের অভিমুখে লইয়৷ গেলেন। ঐ টেবিলের উপর হীরকের ন্যায় স্বচ্ছ খানিকটা জল রাখা হইয়াছিল। “যে ঐন্দ্রজালিক আশিতে, মেফিষ্টোফেলিস ফৌষ্টকে হেলেনের মূর্ত্তি দেখিয়েছিল, সেই আর্শির কথা বোধ হয় আপনি শুনেছেন ; আমার রেশমী মোজার মধ্যে ঘোড়ার খুর ও আমার টুপিতে দুইটা কুঁকড়োর পলিক না থাকলেও, একটা আশ্চর্য্য কাণ্ড দেখিয়ে আপনাকে নির্দোষ আমোদ দিতে পারি। এই জল-পাত্রের উপর আপনি বুকে থাকুন, আর যে রমণীকে আপনি এখানে আনতে চান, একাগ্রচিত্তে র্তাকে চিন্তা করুন। জীবিত হোক, বা মৃত হোক, দূরে থাকুক বা নিকটে থাকুক— জগতের শেষ-প্রান্ত থেকে, ইতিহাসের গহন রসাতল থেকে সে আপনার ডাকে এখানে এসে উপস্থিত হবে।” ডাক্তারের কথামত কৌন্ট জল-পাত্রের উপর ঝুকিয়া রহিলেন । একটু পরেই তাহার দৃষ্টির প্রভাবে, পাত্রের জল বিক্ষুব্ধ হইয়া ওপ্যাল’মণির বর্ণ ধারণ করিল ; জল-পাত্রের কিনারাটা বেলোয়ারি কলমে বিশ্লিষ্ট বিচিত্র বর্ণচ্ছটায় বিভূষিত হইল। ইহা যেন একটা ছবির ফ্রেমের মত হইল। ছবি আগেই অণকা হইয়া গিয়াছে—কিন্তু উহা সাদাটে মেঘে আচ্ছন্ন হইয়া রহিয়াছে । © ow ক্রমে কুয়াসাটা মিলাইয়া গেল। অম্নি স্বচ্ছ জলের উপর এক 8