এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उप्रद७ींद्र ¢ማ এবং ব্রাহ্মণের পরিচ্ছদ ছাড়িয়া ফেলিয়া, অক্টেভের আত্মার দ্বারা অধিকৃত কৌন্টের শরীরের সম্মুখে আসিয়া দাড়াইলেন । তারপর, সম্মোহন-নিদ্রার অবস্থা হইতে উদ্ধার করিবার জন্য সম্মোহন-বিদ্যার উপদেশ অনুসারে হাতের ঝাড়া দিতে লাগিলেন ;—সেই এক এক ‘ঝাড়ায় অঙ্গুলীপ্রান্ত হইতে বিদ্যুৎ চুটিতে লাগিল । আর কয়েক মিনিটের পর, অক্টেভ-লাবিন্‌স্কি ( আমাদের বর্ণনা বিশদ করিবার জন্ত এখন হইতে অক্টেভকে অক্টেভ-লাবিন্‌স্কি বলিব), স্বায় আসনে উঠিয়া বসিলেন, চোখে হাত রগড়াইতে লাগিলেন এবং চারিদিকে বিস্ময়পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন—এখনও তাহার অহং চৈতন্য ফিরিয়া আসে নাই। যখন র্তার বাহ-জ্ঞান স্পষ্ট ফিরিয়া আসিল, তখন প্রথমেই দেখিতে পাইলেন, তার আপনার বাহিরে তীর আকৃতিটা একটা পালঙ্কের উপর স্থাপিত হইয়াছে। এ যে স্পষ্ট দেখা যাচ্চে ! আশির প্রতিবিম্বরূপে না—প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে। অক্টেভ-লাবিন্‌স্কি চীৎকার করিয়া উঠিলেন— এই চীৎকার-শব্দে তার কণ্ঠস্বরের ধ্বনি ছিল না—এই শব্দে তার মনে কেমন একটা ভীতির সঞ্চার হইল। ‘ম্যাগনেটিক’-নিদ্রার সময় এই আত্মার বিনিময় হওয়ায়, অক্টেভ উহার স্মৃতি ধরিয়া রাখিতে পারেন নাই,—তাই তিনি একটা অভূতপূর্ব্ব অসোয়াস্তি অনুভব করিতেছিলেন। এখন অন্ত নূতন ইন্দ্রিয় আসিয়া তাহার চিত্তবৃত্ত্বির সেবায় নিযুক্ত হইয়াছে। একজন শ্রমজীবীর নিকট হইতে তাহার অভ্যস্ত হাতিয়ার সকল উঠাইয়া লই? তাহাকে অন্য হাতিয়ার দিলে যেরূপ হয় ইহা কতকটা সেইরূপ। আত্ম-বিহঙ্গ ঠাই-ছাড়া হইয় একটা অপরিচিত মস্তিষ্ক-খোলের মধ্যে, পাখার বুপিটা মারিতে মারুিতে, মস্তিষ্কের জটিল পাকের মধ্যে কোথায় যেন হারাইয়া গিয়াছে