এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ठावङांद्र ৬১* ফেলিল। প্রাসাদে পৌছিয়া কোচম্যান খুব উচ্চৈঃস্বরে বলিল – ফাটক্‌ ! দরোয়ান আসিয়া ফাটকের দুই প্রকাগু কপাট ঠেলিয়া দিয়া গাড়ীপ্রবেশের রাস্তা করিয়া দিল । গাড়ী একটা বালুময় বৃহৎ প্রাঙ্গণে এবং সাদা ও গোলাপী রঙের ডোর-কাটা একটা চাঁদোয়ার নীচে ঠিক আসিয়া দাড়াইল । অক্টেভ-লাবিন্‌স্কি এক-নজরে স্থানটা দেখিয়া লইল। প্রাঙ্গণটা বিশাল, সু-সমান কতকগুলি ইমারতে বেষ্টিত, তাবার দীপ-দণ্ডের উপর । কাচের ফানসের মধ্যস্থিত দীপ হইতে শুভ্র আলোকচ্ছটা প্রক্ষিপ্ত হইয়া চারিদিক উদ্ভাসিত করিতেছে। যে ধরণের সেকেলে ফানস, তাহাতে এই বাড়ীটা হোটেল অপেক্ষা প্রাসাদের মতই মনে হয়। ভের্সাই'অলিনের যোগ্য কতকগুলি কমলা-নেবুর টব, য়্যাস্ফাণ্টের কিনারার উপর একটু দূরে স্থাপিত হইয়াছে। মধ্যস্থলে বালুময় ভূমি—এই য়্যাস্ফ্যান্ট কিনারাটা গালিচার কিনারার মত মধ্যস্থিত বালুভূমিকে ঘিরিয়া রহিয়াছে । এই রূপান্তরিত প্রেমিক বেচার, দরজার চৌকাঠে পদার্পণ করিয়াই থমকিয় দাড়াইল ; তার বুক ধড়াস ধড়াস করিতে লাগিল। তাহার দেহ কেন্ট-ওলাফ লাবিন্‌স্কির দেহ হইলেও, সে বাহ-দেহ মাত্র ; মস্তিষ্কের মধ্যে যে সব সংস্কার ও ধারণা ছিল, তাহা মালিকের আত্মার সঙ্গে সঙ্গেই পলায়ন করিয়াছিল,—এখন হইতে যে বাড়ীটা অক্টেভলাবিন্‌স্কির হইবার কথা, উহা তাহার নিষ্টট অপরিচিত -উহার ভিতরকার বন্দোবস্ত সে কিছুই অবগত নহে। তাহার সম্মুখে একটা সিড়ি দেখিতে পাইল, সে কপাল ঠুকিয় সেই সিড়ি বাহিয়া উঠিতে লাগিল - ঘসমাজ পাথরের ধাপগুলা হইতে শুভ্রচ্ছটা বহির হইতেছে ; এবং