এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার ^>, কঁাপিতেছিল। লাবিন্‌স্কি-দেহ অক্টেভ, অক্টেভ-দেহ লাবিন্‌স্কিকে উদ্ধত ও প্রাণহীন ভদ্রতার স্বরে বলিলেন – “মহাশয়, এই ভূতাদের সঙ্গে বিবাদ করে অনর্থক আপনার মান হানি করবেন না। যদি আপনি কেন্ট লাবিন্‌স্কির সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে জানবেন, তিনি দুফুর দুটোর পূর্ব্বে আগন্তকদের সঙ্গে সাক্ষাৎ করেন না। আর কোণ্টেস্-মহোদয়ার সঙ্গে যাদের সাক্ষাৎকারের অধিকার আছে, কৌন্টেস্মহোদয় বৃহস্পতিবারে তাদের অভ্যর্থনা করেন ।” এই কথাগুলি ধীরে ধীরে উচ্চারণ করিয়া এবং প্রত্যেক শব্দের গুরুত্ব দেখাইবার জন্ত, প্রত্যেক শব্দের উপর সজোরে ঝোক দিয়া এই অলীক কেন্ট ধীর-পদক্ষেপে প্রস্থান করিলেন, আর তার পশ্চাতে দ্বারও রুদ্ধ হইল। অক্টেভ-দেহ ওলাফ-লাবিন্‌স্কি মুষ্ঠিত হওয়ায় তাহাকে তুলিয়া লইয়া তাহার গাড়ীতে পৌছাইয়া দেওয়া হইল। যখন তাহার চৈতন্ত হইল, তখন তিনি দেখিলেন, এমন একটা শয্যায় তিনি শুইয়া আছেন, যেখানে তিনি পূর্ব্বে কখন শয়ন করেন নাই, এমন একটা ঘরে রহিয়াছেন, যে ঘরে তিনি কখন প্রবেশ করিয়াছেন বলিয় তাহার স্মরণ হয় না। র্তাহার নিকটে একজন অপরিচিত চাকর দাড়াইয়াছিল। সে, তাহার মাথাটা উঠাইয়া, নাকের কাছে ঈথরের শিশি ধরিল । চাকর অক্টেভ-দেহ কেণ্টিকে আপনার মনিব মনে করিয়া জিজ্ঞাসা করিল :– “এখন আপনার একটু ভালো বোধ হচ্চে ?” কৌটি উত্তর করিলেন — . —“হা ; ও একটা ক্ষণিক দুর্ব্বলতা মাত্র।” • —“আমি কি এখন যেতে পারি ?—না আপনার কাছে আপনাকে দেখবার-শোনার জন্ত আমাকে এখানে থাকতে হবে ?” .