এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার Ꮡ☾ কৌটি বলিলেন—“অক্টেভ, অক্টেভ, অক্টেভ-ক্রমাগতই অক্টেভ। আমার এমন রাগ ধরচে—আমি দেখছি পাগল হয়ে যাব ।” তাহার পর বাহুর উপর বাহু রাখিয়া ডাক্তারের সম্মুখে আসিয়া দাড়াইলেন, এবং ভীষণভাবে এক দৃষ্টিতে র্তাহাকে দেখিতে লাগিলেন । “বালথাজার শেরবোনো, আপনি ত বেশ জানেন আমি অক্টেভ নই, আমি কৌটি ওলাফ-লাবিন্‌স্কি। আপনিই গত রাত্রে এইখানেই স্বাদুমন্ত্রে আমার শরীর অপহরণ করেছিলেন।” এই কথা শুনিয়া ডাক্তার উচ্চৈঃস্বরে হাঃ হাঃ করিয়া হাসিয়া উঠিলেন ; হাসিতে হাসিতে বালিসের উপর উণ্টিয়া পড়িলেন এবং হাস্তাপেগ থামাইতে পারিতেছেন না এইভাবে দুইহাতে পাশ্বদেশ সরিয়া রহিলেন । “ডাক্তার, তোমার এই আনন্দের উচ্ছ্বাসটা একটু কমিয়ে আন, নৈলে পরে হয় ত অনুতাপ করতে হবে । আমি সত্য বলচি, পরিহাস করচি নে ৷” —“তা’হলে ত আরো খারাপ, আরো খারাপ ! ওর দ্বারা প্রমাণ হচ্চে, আমি যে তোমার চেতনশক্তি-হীনতা ও অকারণ-বিষণ্ণতার চিকিৎসা করছিলাম, সেটা ঠিক নয়। আর কিছু না, এখন কেবল চিকিৎসাটা বদলাতে হবে, এইমাত্র।” কেন্ট, শেরবোনোর দিকে অগ্রসরু হইয়া বলিয়া উঠিলেন— “তোমার গলা টিপে কেন যে তোমাকে এঃনো মারি নি, আশ্চর্য্য!” কোণ্টের এই ভয়-প্রদর্শনে ডাক্তার ঈষৎ হাস্ত করিলেন ; তারপর, একটা ছোট ইস্পাতের ছড়ির প্রান্তভাগ কোণ্টের হাতে ছোয়াইলেন ;–কেন্টুের শরীরে একটা ভানক বাঁকানি লাগিল, মনে •