পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোলাবাড়ির ঝুঁকড়োকে একটিারচোখে দূেতে তার একটুখানি খবর শুনে জীবনটা সার্থক করে নিতে পায়রা অনেক দিন ধরে মনে । আশা করে আসছে ; সাদা মুরগির কাছে ঠিক খবর পাবে মনে করে পায়রা তাকে শুধোৱে পর্যাবে, এমন সময় উঠোনের কোণে একটা মাসকলাই চোখে পড়তেই সাদি সেদিকে ‘রও বলেই দৌড়ে গেল। সাদিকে কলাই খুটতে দেখে স্বরকি ছুটে এল, কালি বালি গুলজারি, সবাই এসে সাদিকে ঘিরে শুধোতে লাগল, “দেখি, কী পেলি । দেখি, কী খেলি । দেখি দেখি, কী কী।' সাদি টুপ করে মাসকলাইটা গালে ভরে ফিক করে হেসে বললে, কুটু কষ্ট কলাট মা-স ক-লা-ই।’ বলেই সাদি কোঠাবাড়ির ঘুলঘুলির ধারে যেখানে খাকি চুপটি করে বসে ছিল, সেখানে চলে গেল। যাদি বললে, ‘ওলো, ঘুলঘুলিটা খোলা পেলি কি। থাকি সাদিকে দরমার ঝাপে একটা ইকুরের গর্ত দেখিয়ে বলছে, ‘যেমনি ঘণ্টা পড়বে, আর অমনি সে ওই গর্তটায় চোখ দিয়ে...’ এমন সময় পায়রা ডাক দিলে, খুব নরম করে, মিষ্টি করে, ছধিভাতি সাদি সাহাজাদী, ও সফেদি । এবার সাদি সাড়া দিলে, ‘নীলের বড়ি, নীল পোখরাজ। কী বলবে বলে ? পায়রা খুব খানিক গলা ফুলিয়ে গদগদ মুঙ্কে বললে, যদি একবার, একটিবার, বলব তবে—শুধু একটিবার যদি দেখাও: খাকি, সুরকি, গুলজারি সব মুরগি ইতিমধ্যে সেখানে জুটেছিল। তারা সবাই সাদির সঙ্গে বলে উঠল, ‘কী, কী, কী, কী দেখাব ? পায়রা অনেকখানি ঢোক গিলে বললে, তার মাথার মোরগফুলটি যদি একটিবার...’ সব মুরগি হেসে এ-ওর গায়ে ঢলে পড়ে বলতে লেগেছে, চায় ল, চায় লী, দেখতে চায়, দেখতে চায়।’ পায়রা বলছে, দেখবই দেখব, দেখাই দেখব, মার আলসের উপর গল ফুলিয়ে দৌড়ে বেড়াচ্ছে। &