পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়ের শোবার ঘরের সেই জানলা । কিন্তু হায়, কাছে এসে দেখলুম জানলায় কে জাল লাগিয়ে দিয়েছে বাইরে থেকে । মা আর একটি কচি ছেলের গলা জড়িয়ে অকাতরে ঘুমিয়ে আছেন, সেই খাটে সেই পিদিম-জ্বালানো ঘরের মধ্যে । আমি জালের বাইরে ডানা ঝটপট করে ডাকলুম, মা, ম’ । কেউ সাড়া দিলে না। আমার ঘরে যাবার পথ লোহার জাল দিয়ে চিরকালের মতে বন্ধ রইল। আমি যেখানথেকে এলুম, সেইখানে ফিবে চললুম, আকাশভরা চাদেব আলোর নিচ দিয়ে, কাদতে-কাদতে ‘মা, মা’ বলে । Sá@