পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার মা বললেন, ‘সোনাতোন । তুইও যে ছেলেদের সঙ্গে ছেলে হলি ? সোনা বলে উঠল, ‘সত্যি মা সোনাতোনের বে। ঘরে বসে ছিল এই একটু আগে আমি দেখেছি।’ সোনাতোন বললে, চল দিদিমণি, খিড়কির পুকুরটা খুজে আসি। ছেলেমানুষ, হয়তো জলে-টলে পড়ে গেছে। খিড়কি পুকুরে কোথাও বেীকে দেখা গেল না। তখন সোনাতোন বুক চাপড়ে কাদতেকাদতে খাতাঞ্চির কাছে উপস্থিত । খাতাঞ্চি রেগে বললেন, ‘বেীকে নজরে-নজরে রাখতে পারবি না তো বিয়ে করেছিলি কী করতে ? সে পুকুরে ডুবেছে, খানিক পরে ভেসে উঠবে এখন।’ সোনাতোন কাদো-কাদে হয়ে বললে, ‘এই বেলা ডুবুরি নামালে হয়তো সে বঁাচতে পারে। দুটে টাকা দিন কর্ত, আমি ওমাসে শোধ করব ? খাতাঞ্চি বাক্স থেকে তুটো টাকা দিয়ে বললে, "এই হল, আর কিছু চেও না ? গোলমাল শুনে বোহিম উঠোনে বেরিয়ে এল। সেই সময় সোনাতোনের বৌ এক দৌড়ে ঢুকবি তো ঢোক গিয়ে খাতাঞ্চির ঘরে । খাতাঞ্চি তাড়াতাড়ি কলম ফেলে চেচিয়ে উঠলেন, ‘কে রে তুই ? ও সোনাতোন এই তোর বৌ নাকি রে ? খাতাঞ্চির রকম দেখে সোনাতোনের বে। আরো ভয় পেয়ে কেঁদে উঠে যেমন আবার তক্তার নিচে সেঁধোতে যাবে, ছিল সেখানে কর্তার দুধের বাটি, গেলাস, থালা, ঝনঝন করে উল্টে পড়ল । সোনাতোন কপাল চাপড়ে বললে, ‘এই বোঁট মরেছে ? সোনার মা, “কি পলোরে’ –এই বলে ছুটে এলেন । খাতাঞ্চি কানে কলম, হাতে খাতা নিয়ে উঠোনে এসে বললেন, ‘এই আজ থেকে রইল হিসেব, তোমাদের যা খুশি করে গে।’ খাতাঞ্চি খাতাটা ছুড়ে ফেলে চকোক্তির বাড়ি চলে গেলেন । সোনাতোন বেীকে টানতে-টানতে উঠোনে এনে পিঠে থাবড়া »ዓb”