পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসিয়ে বললে, ‘আর জায়গা পাওনি মরতে গিয়েছিলে খাতাঞ্চিখানায় ? সোনার মা, ‘করিস কী রে সোনাতোন ? বলে বোঁকে হাত ধরে টেনে নিয়ে পালালেন। বোহিম ঘেউ করে তেড়ে গেল কিন্তু কামড়ালে না। সোনা চুপি-চুপি বললে, ‘সোনাতোন, বোহিম নিশ্চয় তোমাব এ বেকেও সেই বেড়াল বে ভেবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। দেখলে না ওকে দেখেই খেক করে তেড়ে গেল।’ সোনাতোন বললে, ঠিক বলেছ দিদিমণি, বোহিমটা তো বেী নয় যেন বাড়ির কর্তা। আসুক এইবার আমার ঘরের দিকে কেমন ওকে ভাত দিই দেখব ।’ Ֆ ԳՏ