পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খবর কী ভাই, খবর কী? অমনি বলাবলি চলল ওধারে জল হচ্ছে।’ ‘এধারে রোদে পুড়ছে। সেখারে ফল ফলেছে। এধারে বউল ধরেছে। রিদয়কে নিয়ে চলতি হাসেরা পাহাড় থেকে একদল ফিরতি হাসকে শুধিয়ে জানলে –ওধারে এখনো কুয়াশা কাটেনি ; শিল পড়ছে ; জল হিম ; গাছে এখনো ফল ধরেনি! অমনি তারা টিমে চালে চলতে আরম্ভ করলে । তাড়াতাড়ি পাহাড়-অঞ্চলে গিয়ে লাভ কী, বলে তারা এগ্রাম-সেগ্রাম, নদীর এপার-ওপার করতেকরতে ধীরে সুস্থে এগোতে থাকল। গ্রামে-গ্রামে ঘরের মটকায় কুঁকড়ে সব পাহারা দিচ্ছে । ঘাটিতে-ঘাটিতে চলন্ত পাখিরা তাদের কাছে খবর পাচ্ছে। ‘কোন গ্রাম ? তেঁতুলিয়া, সাবেক তেঁতুলিয়া, হাল তেঁতুলিয়া। কোন শহর ? নোয়াখালি—খটখটে। কোন মাঠ ? তিরপুরনীর মাঠ— জলে থৈথৈ " কোন ঘাট ?’ ‘সঁাকের ঘাট — গুগলী ভরা।’ ‘কোন হাট ? উলোর হাট—খড়ের ধুম ? কোন নদী ? ‘বিষনদী-ঘোলা জল ।’ ‘কোন নগর ? 'গোপাল নগর—গয়লা ঢের। কোন আবাদ ? 'নসীরাবাদ--তামুক ভালো। কোন গঞ্জ ? বামুনগঞ্জ-মাছ মেলা দায়। কোন বাজার ? হালতার বাজার-পলতা মেলে।’ ‘কোন বন্দর ? ‘বাগা বন্দর-হুকান্থয়া।’ ‘কোন জেলা ? 'রুরুলী জেলা—সি দুরে মাটি । কোন বিল ? ‘চলন বিল—জল নেই। কোন পুকুর ? বাধা পুকুর—কেবল কাদ৷ ” “কোন দীঘি ? ‘রায় দীঘি-পানায় ঢাকা ।” কোন খাল ? বালির খাল—কেবল চড়া।” “কোন ঝিল ?’ ‘হীরা ঝিল— তীরে জেলে । কোন পরগন ? পাতলে দ—পাতলা হ ’ ‘কোন ডিহি ? 'রাজসাই-খাসা ভাই । কোন পুর ? পেসাদপুর— পিপড়ে কাদে। ‘কার বাড়ি ? ঠাকুর বাড়ি। কোন ঠাকুর ? ‘ওবিন ঠাকুর-ছবি লেখে। 'কার কাচারি ? নাম কোরো না, ফাটবে হাড়ি ? * এমনি দেশের নাম, লোকের নাম, বাড়ির নাম, আর নামের २०१