পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এবার চকা গরম হয়ে বললে –‘র্ক্যেন কর ভ্যেন ভ্যেন্‌ ? সেথোরা বলে উঠল –‘খোড় হাস তলিয়ে যায় ? চক একবার চেয়েও দেখলে না, যেমন বেগে চলেছিল তেমনি পুরো দমে যেতে-যেতে বললে –‘বলে ওকে হালকা হাওয়ায় উঠে আসতে ’ নিচের বাতাস ঠেলা মুশকিল, ডানা নেড়ে-নেড়ে লাগে ঘাড়ে খিল । উপর বাতাস পাতলা ভারি, এক ঝাপটে বিশ হাত মারি । খোড়া হাস চকার কথায় উপরে ওঠবার চেষ্টা করতে লাগল ; কিন্তু এবার বাতাস ঠেলে উঠতে বেচারার দম নিকলে যাবার যোগাড় হল । আবার সেথোরা ডাক দিলে –‘চকা ! চক৷ ” ‘কেনে ? চলতে দিবে না নাকি! —বলে চকা গেী হয়ে উড়ে চলল । সেথোরা বললে –‘খোড়া-বেচারার প্রাণসংশয় ? চকা রেগে উত্তর দিলে — উড়তে না পারে ঘরে যাক, খাক-দাক বসে থাক । কে বলেছে উড়তে ওরে, ভিড়তে দলে রঙ্গ করে ? ষোড়া হাসের জানতে বাকি রইল না যে বুনো হাসরা কেবল তামাশা দেখবার জন্যে তাকে এতটা সঙ্গে এনেছে –মানস-সরোবরে নিয়ে যেতে নয়। আঃ কী আপসোস! ডানা যে তার আর চলছে ২১২