পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাদের ডানার পালক, গায়ের পালক, ল্যাজের পালকগুলো পরিষ্কার ঝক ঝক করছে বটে কিন্তু ধরন-ধারণ দেখলে বোঝা যায় এগুলো একেবারে বুনো আর জংলি। খোড়া তাড়াতাড়ি রিদয়কে সাবধান করে দিলে—যেন সে কে, কী বৃত্তান্ত, এসব কথা বুনো হাসদের না বলে। তার পর সে খোড়াতে-খোড়াতে এগিয়ে গেল। চকানিকোবণ, গোড়াহঁাস আর বুনে-হাসদের মধ্যে খানিকক্ষণ ঘাড়নেড়ে নমস্ক’ব প্রতি-নমস্কার চলল। তারপর চক শুধোলে—‘এখন বলে। তে, তোমরা কে ? কোন জাতের পাখি ? খেড়ি গাস্তে-আস্তে বললে— কী আর পরিচয় দেব ? গেলবছর ফাগুন মাসে হরিংঘাটায় আমি ডিম-ভেঙে বার হই । জন্মাবধি পা-টি খাড়। এই শীতে আমতলির হাটে আমি বিকোতে আসি ; সেখান থেকে রিদয়ের বাপ আমায় সাত-সিকেতে কিনে আনে ; তারপর "মাদের দলে ভিড়েছি।” চপ, নিকোবর নাক তুলে বললে –‘তুমি তবে নেহাত সাধারণহাস দেখছি । খেতাব, মানসন্ত্রণ, বোলবোলা –কিছুই নেই! কোন সমসে আমাদের দলে আসতে চাও শুনি ? হে চাস খোড়া পাটি নাচিয়ে বললে –‘আমি দেখাতে চাই যে সাধ লণ হাস ও কাজের হতে পারে।” চক সে বললে –‘সত্যি নাকি ? কই, দেখাও দেখি কেমন কাজের প। জী তুমি ? এব হাস অমনি বললে –‘ওড়ার কাজে কেমন যে তুমি মজবুত তা তে ,দখিয়েচ ? অন্যে বলল –‘হয়তো তুমি সাতারে পাক। খোড়া ঘড়ি-নেড়ে বললে –‘না, আমি সাতারু মোটেই নয়। আমি বর্ষাব সময় নালাগুলো এপার-ওপাব করতে পারি, তার বেশি নয়।' খে। ড্র হাস ভাবছিল, চকা লে। ঠাকে আমতলিতে ফিরে পাঠ বেহ স্থির করেছে, তবে কেন চি . -কথা বলা ? পষ্ট জবাব দেওয়াই ভালে –যা থাকে কপালে । ২১৭