পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢুকে পড়ে, আর ঠাণ্ড লাগবে না। রিদয়কে ডানার , ; নিয়ে সুবচনীর খোড়া হাস —‘এই আমাস তুমি আরামে রাখ, গামি তোমায় গরমে রাখি’ –বলে খড়ের উপরে আরামে বসে ঘুম দিতে লাগল। রিদয়ের মনে হল যেন সে পালকের তোশকে শুয়েছে । সেও একটিবার হাই তুলেই চোখ বুজলে। २२S