পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুনো হাসের আকাশ থেকে শুধোলে –‘ছল্পভূট। কার? ছঃড়টা করি ? কুকুরটা অমনি আকাশে নাক তুলে চেচিয়ে উঠল, ভেউ-ভেউ করে বললে –‘ছন্নড় কী? দেখছ না এটা মুড়িয়ার কেল্লা—পাথরে গাথা ! দেখছ না কেল্লার বুরুজ, তার উপরে ওই গোল-ঘর— সেখানে কামান-বসাবার ঘুলঘুলি, নিশেন ওড়াবার দাও। গবাক্ষ, বাতায়ন, দরশন-দরওজা। এ-সব দেখছ না ? হাসের কিছুই দেখতে পেলে না –না কামান, না ঘুলঘুলি, না গবাক্ষ, না বাতায়ন । কেবল একটা চিলের ছাদে একটা আকাশপিদিম দেবার বঁাশ দেখা গেল, তাতে এক-টুকরো গামছা-ছেড়া লটপট করছে । হাসেরা হো-হে করে হেসে বললে –‘কই ? कहे ? # কুকুরট আরো রেগে বললে –‘দেখছ না, কেল্লার ময়দান যেন গড়ের মাঠ ! দেখছ না, কেলিকুঞ্জ —সেখানে রানী থাকেন। দেখ ওই হাম্মাম, সেখানে গোলাপজলের ফোয়ারা । দেখতে পাচ্ছ না বাগ-বাগিচা, আম-খাস, দেওয়ান-খাস ? হাসেরা দেখলে, পান। পুকুর, লাউ-কুমড়োর মাচা —এমনি সব, আর কিছু নেই! কুকুর আবার চেচিয়ে বললে—‘ঐ দেখ ওদিকে গাছ-ঘর, মালির ঘর ; আর এই সব সুরকি-পাত রাস্তার ধারে-ধারে পাথরের পরী, গ্যাসলাইটের থাম, বাধা ঘাট, বারো দোয়ারী নাটমন্দির । এসব কী চোখে পড়ছে না যে বলছ ছঃাড় কার ? ছল্পড়ে কখনো কেলিকানন, পুষ্পকানন, কামিনীকুঞ্জ থাকে ? না, পাথরের পরী, ঘাটের সিড়ি থাকে ? ঐ দেখ রাজার কাচারি, ঐ হাতিশাল, ঘোড়াশাল, তোষাখান । এসব কি ছল্পড়ে থাকে ? না ছপ্পড় দেখেছে ? ছল্পড় কখনো দেখতে হয়তো ওপাড়ার ওই জমিদারগুলোর বাড়ি দেখে এস। আমার মনিব কি জমিদার ? এরা भूषडिविख् । লেখাপড়ার ধার দিয়েও যায় না। ঘোড়া-রোগে এদের সবাই মরেছে। সেকালে এরা চীনের রাজা ছিল। এখনো "9"