পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাটায়নি। পড়াশুনো সব বন্ধ, একেবারে কৈলাস পর্যন্ত লম্বী ছুটি আর ছুট। খেলা শেষ হলে ভিন-ঘণ্টা ছপুর-বেলায় ধলেশ্বরীর ভাঙনের উপরে বসে জিরোনো ; বিকালে আবার খেলা ; আবার চান ; সন্ধ্যাবেল খেয়ে নিয়েই ঘুম। রিদয়ের খাবার ভাবনা গেছে, শোবারও কষ্ট মোটেই মেই। খোড়া হাসের ডানায় এখন বেশ । ভালো পালকের গদী পেতে সে বিছানা করে নিয়েছে, ঘুম পেলেই সেখানে ঢোক। কেবল রাত হলেই তার ভয় আসে, বুঝি কাল সকালে বাড়ি ফিরতে হয় ! কিন্তু হাসের তার ফেরবার কথাই আর তোলে না । একদিন, ছুদিন, তিনদিন হাসের সুরেশ্বরেই রইল ; কোনো দিকে যাবার নামটি করলে না। রিদয়ও মনে ভরসা পেয়ে সুরেশ্বরের মন্দির, মঠ লুকিয়ে দেখে নিতে লাগল – চারদিক ঘুরে । চারদিনের দিন চক-নিকোবরকে কাছে আসতে দেখেই রিদয় ভাবলে –এইবার যেতে হল ফিরে । চকা গম্ভীর হয়ে তাকে শুধোলে –‘এখানে খাওয়া-দাওয়া চলছে কেমন ? রিদয় একটু হেসে বললে –‘চলছে মন্দ নয়। তবে শীতকাল, ফল বড়ো একটা নেই।’ চক। তাকে সঙ্গে নিয়ে এক-ঝাড় কাচা বেত দেখিয়ে বললে – “বেত খেয়ে দেখ দেখি, কেমন মিষ্টি ! রিদয় বেত অনেকবার খেয়েছিল, আরো খাবার তার মোটেই ইচ্ছে নেই! কিন্তু চকার হুকুমে খেতে হল। খেয়ে দেখে মিষ্টি গুড় ! ঠিক যেন আক চিবোচ্ছে ! চকা বললে –‘কেমন, ভালো লাগল কি ? গুরুমশায় খাওয়ান শুকনো বেত, তাই লাগে বিশ্রী । যাহোক, এখন বলি শোনো । এই বাগানে, বনে যে তুমি আজকাল একলাটি ঘুরে বেড়াতে আরম্ভ করেছ, এটা ভালো হচ্ছে না।’ রিদয় ভাবলে, এইবার যেতে হল রে । চক বলে চলল –‘এই বনে তোমার কত শত্রু রয়েছে, ত৷ জানে ? প্রথম হচ্ছে শেয়াল, সে তোমার গন্ধে-গন্ধে ফিরছে.. ९e8