পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-cछांभांटक फ़िब्रिट्न ? फूभि ८ङ cनई जांभडजिब्र ब्रिनग्न ! कङ -পাখির বাস ভেঙেচ, কত পাখির ছানা টিপে মেরেছ। ফাদ পেতে, খাম চাপা দিয়ে কত কাঠবেড়ালি ধরে খাচায় পুরেছ মনে নেই ? এখন আমরা তোমায় বিপদ থেকে বাচাব ? এই ঢের যে বন থেকে আমরা এখনো তোমায় তাড়িয়ে মানুষের মধ্যে পাঠিয়ে দিচ্ছিনে ' ' যাও, আমাদের দ্বারা কিছু হবে না। সরে পড় বাসার কাছ থেকে ’ অন্ত সময় হলে রিদয় কাঠবেড়ালিকে মজা দেখিয়ে দিত। কিন্তু /এখন সে ভালোমানুষ হয়ে গেছে ; আস্তে-আস্তে হাসকে এসে সব খবর জানালে। খোড়া হাস বললে –‘অত দৌড়ে কাঠবেড়ালের কাছে যাওয়াটা ভালো হয়নি। হঠাৎ কিছু-একটা এসে পড়লে সব জানোয়ারই ভয় পায়, রাগ করে । যখন জানোয়ারদের কাছে যাবে –সহজে, আস্তে, ভদ্রভাবে যাবে। হুটোপাটি করে কিংবা চুপিচুপি চোরের মতো গেলেই তাড়া খাবে। তোমার স্বভাব একটু ভালো হয়ে এসেছে ; এমনি আর দিনকতক ভালোমানুষটি থাকলেই, ওরা আপনিই তোমার সঙ্গে ভাব করবে। তুমি যদি তাদের উপকার কর, তবে তারাও তোমার সহায় হবে –বনের এই নিয়ম জেনে রাখ ? 爱 রিদয় সারাদিন ভাবছে, কেমন করে সে বনের পশু-পাখিদের কাজে লাগতে পারবে, এমন সময় খবর হল, বেতগায়ের একটা চাষা কাঠবেড়ালের বেীকে ধরে খাচায় বন্ধ করেছে ; আর সে-বেচারার আটদিনের বাচ্চাগুলি না খেয়ে মরবার দাখিল । খোড়া হাস রিদয়কে বললে –“দেখ, যদি কাঠবেড়ালির উপকার করতে চাও তো এই ঠিক সময়। রিদয় অমনি কোমর-বেঁধে সন্ধানে বেরুল । লক্ষ্মীবার পিঠে-পার্বণের দিন কাঠবেড়ালের বৌ-চুরি হল সুরেশ্বরে, আর শনিবার বাগবাজারে ছাপার কাগজে বার হল সেই খবর। কাগজ-ওয়ালা-ছোড়াগুলো গলিতে-গলিতে হেঁকে চলল— স্বরেখরে মজা ভারি –কাঠবেড়ালের বৌ চুরি । Seఆ