পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুঁকড়ে আশ্চর্য হয়ে বললেন, বল কী, চিনে মুরগির বৈকালি ? চড়াই ঠিক তেমনি মুরে উত্তর দিলে, “ই মশায়, প্রতি সোমবার পাচ হইতে ছয়, ঘটিকা পর্যন্ত মুরগি গিরি ঘোরো মজলিস হইয়া থাকে।” 鬱 তা হলে আজ বৈকালে— কুঁকড়ে আরো কী শুধোতে যাচ্ছিলেন, চড়াই বলে উঠল, না, আজ ভোরবেলায় ।” ‘ভোরবেলায় বৈকালি তো কখনো শুনি নি হে।’ কুঁকড়ে আশ্চর্য খুবই হলেন। চড়াই তখন কুঁকড়োকে বুঝিয়ে দিলেন, ‘ভোর পাঁচটায় বাগানে মালী তো থাকে না, তাই বিকেল ৫টা না করে সকাল ৫টাই ঠিক হয়েছে।’ একী বিপরীত কাও ’ বলে কুঁকড়ে ‘হো হো’ করে হেসে উঠলেন। চড়াই অমনি বলে উঠল, বিপরীত বলে বিপরীত। জিন্ম। তাকে ধমকে বললে, “তোমার আর খোশামুদিতে কাজ নেই, তুমি নিজে তো কোনো সোমবারে পার্টিগুলো কামাই দাও না দেখি ? চড়াই উত্তর করলে, ‘সত্যি যাই বটে, সবাই আমাকে খাতির করে কিনা।” জিম্মা গজগজ করে খানিক কী বকে গেল। জিম্মা কী বকছে শুখোলে কুঁকড়োকে সে জবাব দিলে, ‘কোনদিন হয়তো তোমাকেও কোন-এক মুরগি এই পার্টিতে নিয়ে হাজির করেছে, দেখব । কুঁকড়ো হেসে বললেন, আমাকে হাজির করে দেবে, চা-পার্টিতে, কোমে এক মুরগি ? জিন্ম বললে, “ই মশায়, এমনি হাজির করা নয়, মাথার ঝুটিটি ধরে টানতে টানতে না হাজির করে।’ ফুকড়ে একটু চটেই জিন্মাকে বললেন, এ সন্দেহটা তোমার করবার কারণটি কী।’ জিন্ম জবাব দিলে, কারণ নতুন মুরগির দেখা পেলে মশায়ের মাৰ সহজেই ঘুরে যায় এখনো ’ । & e