পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিচে পাহাড়ের চাতালে-চাতালে ঘাস খেয়ে পাত-লতা খেয়ে মনের মুখে দিন কাটাতে লাগল। ভেড়াদের মধ্যে চুম্বাই কেবল মনে রাখতে পারলে রিদয় কেমন করে, তাদের নরককুণ্ডের মুখের কাছ থেকে পাহাড়ের উপরকার এই খোলা জায়গায় পৌছে দিয়ে গেছে, সেখানে স্বচ্ছন্দে চরে বেড়াতে কোনো বাধা নেই। দলের ভেড়ারা সক্ষ্যেবেলায় অভ্যেস মতো যখন তাদের পুরোনো ঘর গুহাটার দিকে চলল তখন হম্বা তাদের এক-এক টু মেরে বনের দিকে ফিরিয়ে দিলে । వs\e