পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঝকমক চমকত খরতর বারি। ধুধু-ধুধুধু নৌবত বাজে, ঘন ভোরঙ্গ ভম্‌-ভৰ্ম, দামামা দদদম ঝনম্ন ঝম-ঝম বাজে – ধা-ধা গুড়-গুড় বাজে । নিশান ফরফর নিনাদ ধর-ধর তাতারি গর-গর গাজে । ধুধু ধম-ধম বী-বী ঝম-ঝম দামামা দম-দম বাজে । রণজয় ভেরী বাজে রে বাগড়-ঝাগড় বা-বাঁ ঝাজে রে মুচড়িয়া গোফে চলে লাফে লাফে খেলে উড়ে পাকে থাকে-থাকে-থাকে বাপে রে বাজে রণভেরী বাজে রে। ভয় পেয়ে মরে নেংটি হাজার-হাজার তল গেল মান মত্তা ইছর রাজার ঘাসের বোঝায় বসি ইন্দুরানী কাদে ইন্দুরায় এতদিনে পড়িয়াছে ফঁাদে কান্দি কহে ইন্দুরানী গণেশ গোসাই এমন বিপাকে কভু আর ঠেকি নাই । এই ভাবে ইদুর রানী কাদছেন, এদিকে একশো বছরের ইছরের রাজা তাতারিদের ভয়ে থরথরি কম্পমান, রানীর আঁচল ধরে মন্ত্র পড়ছেন, খট্‌ ভৈরবী —দ্রুত ত্রিতালি –আর কেঁদে বলছেন স্থর করে : চল-চল যাই নীলাচলে । ( রে অরে যাই ), ঘটালে বিধি ভাগ্যফলে ॥ মহাপ্রভু জগন্নাথ সুভদ্রা বলাই সাথ । দেখিব অক্ষয় বটতলে, • 196 A