পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দারোয়ানজীর সঙ্গে আর একটা ঘুপসি ঘরে গিয়ে দেখলে, দোকানঘরের এক-এক কুলুঙ্গীতে এক-এক রকম গণেশ। গোবর-গণেশ তিনি কলম হাতে পুথি লিখছেন, সিদ্ধিদাতা-গণেশ তিনি এক ধামা দিল্লীর লাড নিয়ে বসেছেন, মাড়োয়ারি-পটির টঙ্ক-গণেশ বসে বসে খালি আকাশে আঁকশি দিচ্ছেন, হেড়ম্ব-গণেশ তিনি খুব আড়ম্বর করে ঢোল পিটছেন। রিদয় ঢিপ করে তাকে নমস্কার করে বললে –‘গণেশদাদা চিনতে পারেন ? হেড়ম্ব রিদয়ের কথার জবার দিলেন সমস্কৃত দেবভাষায় বুং " রিদয় ভাবলে এ তো মুশকিল, যদি বা কত কষ্টে এসে ধরলেম, এখন কথা না বুঝলে উপায় ? সে একবার ইহুরের দিকে, একবার ঢোলকের দিকে, একবার নিজের দিকে আঙুল নেড়ে ইশারায় বোঝালে ঢোলকট চাই। গণেশ ঢোলকট রিদয়কে দিয়ে এদিক-ওদিক শুড় নেড়ে কী বললেন বোঝা গেল না। রিদয় শুধু শুনলে –‘বুং চটপটু হং কং করং বাদনং পুনস্তম্ ব্যস্তম্ নাদম্ কুগুমকুলম পোউনড্রবর্ধনম্ গণ্ডস্থলম্ আগচ্ছতু । রিদয় গণেশের মুখ দেখে বুঝলে তিনি খুব খুশি হয়েছেন। সে অমনি আচার্যি পুরুতকে দুর্গোপুজোয় শ্রাদ্ধে শাস্তিতে যেমন করে সব মন্তর আওড়াতে শুনেছিল ঠিক তারি নকলে বললে –‘হুং ভূত স্বাহ, কুরু-কুরু কুণ্ডলিনী নমো. আসিতো দে গৃহং কুরু তুভ্যং হং যং ছট ফট ব্রহ্মবিদ্যা হবিষে স্বাহ অহঃ চিটপটাং শাস্তি ভূশান্তিং ভূতিরশান্তি অযুধে:শান্তি ছিহরি ছিহরি ছিহরি হরিবোল হরিবোল হরিবোল সূর্য প্রণাম ।’ গণেশ খুশি হয়ে হবার ঘাড় নেড়ে ‘তথাস্তু’ বলে চোখ বুজলেন। রিদয় আস্তে-আস্তে ঢোলক নিয়ে বেরিয়ে এল। দারোয়ান ঘরের দুয়োয়েরই দাড়িয়ে ছিল, সে অমনি বখশিশের জন্তে হাত । পাতল, রিদয় এদিক-ওদিক দেখে আস্তে শাস্তে মানকচুর শিকড়টি বার করে বললে –‘দারোয়ানজী আর তো সঙ্গে কিছু নেই, এইটে নাও ’ ৩২৩