পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দারোয়ান ‘হাৎ-তেরি, বলে হাত ঝাড়া দিলে । শিকড় যেমন মাটিতে পড়া অমনি পেচা রিদয়কে ছে৷ দিয়ে একেবারে ঘুরোনো সিড়ি বেয়ে ছাতে এসে উপস্থিত। সঙ্গে-সঙ্গে পেচো এসে রিদয়কে পেয়ে বসল –রিদয় অজ্ঞান হয়ে পড়ল আর বহুরূপীর চামড়ার মতো তার গায়ের রঙ লাল, নীল, হলদে, রকমরকম বদলাতে আরম্ভ করলে । হাড়গিলে অমনি তাড়াতাড়ি ছুটে এসে মন্তর পড়ে পেচে ঝাড়তে বসে গেলেন : স্কন্ধাপসার শকুনী অন্ধ পুতনা শীত পুতনা মুখমণ্ডিকা নৈগমেষ প্রসীদতু ক্লীং চর্চ হুং হুং ঝংশ। ওঁলং শ্রীং কপালিকং জং জং তিষ্ঠতি মুষিকং চং চং চর্ব্বশং হংসঃ হুং ফটু স্বাহা । ಇಇಡ (57 রিদয় ই করলে, যেন খেতে এল, অমনি চট করে হাড়গিলে ধুনোপড়া বেড়ি পেচোর মুখবন্ধন করে দিলেন : ধুল-ধুল স্বর্গের ধুল মর্তের মাটি লাগ-লাগ পেচোর দন্ত-কপাটি হা করে নাড়িস তুণ্ড খা পেচির মুণ্ড যাঃ ফুঃ কার আজ্ঞে হাড়িপ বাবার আজ্ঞে হাড় নড়-মড় হাড়গিলের আজ্ঞে শিগরি যাঃ শিগরি যাঃ । পেচে রিদয়কে ছেড়ে পালাতেই রিদয় খড়মড়িয়ে উঠে বসল। চক রিদয়ের কানে-কানে শুধোলে—‘গণেশ কী বললেন ? ৩২৪