পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রিদয় বললে— তা তো সবটা বুঝলুম না, কেবল আসবার সময় তিনি বললেন– তথাস্তু ’ চখা হেসে বললে—“তবে আর কী, কেল্লা মার দিয়া । আর তোমার ভয় নেই। একদিন সকালে উঠে দেখবে, যে রিদয় সেই রিদয় হয়ে গেছ । চল এখন যুদ্ধং দেহি করা যাক গে।’ এদিকে কেল্লা খালি পেয়ে চুয়োর দল এ-ওর পিঠে চড়ে একটা ঘুলঘুলি দিয়ে কেল্লার মধ্যে ঝাপিয়ে পড়ে একটার পর একটা নেংটি ইকুরের গড়ভাণ্ডার সব দখল করে লুঠের চেষ্টায় দলে-দলে পিলপিল করে অন্ধকাল্প সিড়ি বেয়ে তেতলায় চেতলায় পাচতলায় উঠে ছতলায় রাজসভায় ঠাকুরবাড়িতে, এমন কী অন্দরমহলে পর্যন্ত ঢোকবার যোগাড়, দু-একটা চুয়ো ছাতেও উঠে হাড়গিলের বাসাটা পর্যন্ত প্রায় এগিয়েছে। এমন সময় উত্তর দক্ষিণ থেকে নেংটি ইকুরের দলকে খবর দিয়ে চকার বাকি হাসেরা ফিরে এল। ঠিক সেই সময় গণেশের ঢোলকে রিদয় চাটি বসালে— ধিক-ধিকধিক ধাকুড়-ধর্ণকুড় । ঢোলের শব্দে চুয়োর দল লেজ উচু করে শিউরে উঠে যে যেখানে ছিল থির হয়ে দাড়িয়ে গেল, তারপর তালে-তালে লেজ দোলাতেদোলাতে দলে-দলে সিড়ি বেয়ে উঠতে আরম্ভ করলে। চুয়োতেচুয়োতে কেল্লার প্রকাণ্ড ছাত ভরে গেল, রিদয় চুড়োয় বসে ঢোল マ博帝忙55ー চুয়ো, হাততালি দুয়ে নেংটি ধিং নিগিরি টিং ধাতিং তিং নাতিং থিং চুয়ো, হাততালি হ্রয়ো । আর সব চুয়ো লেজে-লেজে জড়াজ,ড় করে নৃত্য করছে, পেচা পালক ফঁাপিয়ে, বেরাল লেজ ফুলিয়ে, হাড়গিলে গলার থলি ফুলিয়ে ७२¢