পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাহা-কুহি লগড় ঝগড় জোড়া ধুতি। শকুনী গৃধিনী হাড়গিলা মেটেচিল শঙ্খচিল নীলকণ্ঠ শ্বেত রক্ত নীল। ঠেটি ভেটি ভাটা হরিতাল গুড়-গুড় — বাকচ হারিত পারাবৎ পাকরাল হাতারিয়া করকটে ফিঙ্গা দহিয়াল । চড়ুই মুনিয়া পাবছয় টুনটুনি বুলবুল ফুলঝুটি ভিংরাজ রঙে-রঙে সবুজে-লালে সোনালিতে-রুপোলিতে আকাশ রাঙিয়ে চলেছে যে যার দেশে বাতাসে ডানা ছড়িয়ে। রিদয় কেবলি বসে-বসে দেখতে লাগল আর মনে-মনে বলতে লাগল— যদি ডান পেতুম ? পাখিদের দেখাদেখি ভীমরুল ডাশ মশা দলে-দলে উড়তে আরম্ভ করেছে, চকার দলের হাসেরা আর থির থাকতে পারছে না, এখনো সারারাত এখানে কাটাতে হবে ভেবে তারা কেবলি উস্থ-খুস্থ করছে আর ডানা ঝাড়া দিচ্ছে ! চকা একবার রিদয়ের কানের কাছে বলে গেল, যা কিছু নেবার আছে সঙ্গে, এইবেলা বেঁধে-ছেদে রাখ, কাল ভোরেই রওনা হতে হবে । রিদয়ের দেশের জন্তে মনটা আনচান করছে কিন্তু বেড়াবার শখ এখনো মেটেনি। . সে পথের মাঝে নিজের আর খোড়ার জন্যে গোটাকতক গুগলি টোপাপান এটা-ওটা সেটা নিয়ে উলুখড়ের একটি গেজে বুনতে বসে গেল । থলেট তৈরি হতে প্রায় সন্ধ্যে হয়ে এল। হাসের তাড়াতাড়ি খেয়ে নিয়ে চোখ বুজে রাতটা কোনো রকমে কাটিয়ে দেবার যোগাড় করছে এমন সময় চকা এসে রিদয়কে শুধাল –‘খোড়াকে দেখেছ কি ? তাকে খুজে পাওয়া যাচ্ছে না।’ রিদয় তাড়াতাড়ি থলে ফেলে উঠে দাড়িয়ে বললে –‘সে কী, গেল কোথায়, শেয়ালে নিলে না তো ? চকা শুকনো মুখে বললে –‘এই তো এখানে একটু আগেই ছিল, হঠাৎ গেল কোথা ? \LL O