পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খটাস বললে –‘তবে নিশ্চয় এটা গঙ্গাযাত্রীর ঘর ' নেউল বলে উঠল –‘মাঠের মধ্যে কখনো মড়া পোড়াবার ঘাট হয় ? বাড়িই বটে, তবে এটা কলুর বাড়ি কি গয়লাবাড়ি কিংবা পুলিশের খাদাবাড়ি তা বোঝা যাচ্ছে না ? খটাস বললে –‘সেটা বোঝবার সহজ উপায় আছে।’ রিদয় শুধোলে –‘কোনো বাড়ি সহজে চেনবার উপায়টা কী প্রকাশ করো ? খটাস খানিক ভেবে বললে –“মানুষেরা নানা কাজের জন্তে নানারকম বাড়ি ঘর বাধে তা তো জানে! —উত্তরমুখো, দক্ষিণমুখে, পুবমুখো, পশ্চিমমুখো। গয়লা বাধবে একরকম, তেলি বাধবে অন্যরকম, মালি বাধবে একরকম, কুমোর বাধবে একরকম । আর্ট বোঝে না ? কে কী রকম বাধবে তার হিসাবটা জানলেই কোনটা কী বাড়ি বোঝা যাবে।’ নেউল বললে –‘হিসেবট কেমন শুনি ? ‘শোনে। তবে, প্রথমে মালির বাড়ি কেমন তা বলি শোনো, বলে খটাস খনার বচন আরম্ভ করলে : চৌদিকে প্রাচীরে উচা কাছে নাই গলি কুচ৷ পুষ্প বনে ঢাকে রবি শশি নানাজাতি ফোটে ফুল উড়ি বৈসে অলি কুল কোকিল কুহুরে দিবা নিশি । মন্দ-মন্দ সমীরণ বহে সেথা অনুক্ষণ বসন্ত না ছাড়ে এক তিল ! রিদয় বলে উঠল –‘এখানে তো ফুলের গন্ধ মোটেই পাচ্ছিনে । তবে এটা মালির ঘর নয়।’

  • আচ্ছা, গন্ধে-গন্ধে বোঝে এটা তেলির বাড়ি কিনা, বলেই

খটাস আবার শুরু করলে :