পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরষে বাবে তেলি হঁাচে ফঁ্যেচ-ফঁ্যেচ বলদেতে ঘানি টানে ঘ্যেচ-ঘোচ ভ্যেচ । নেউল বাতাসে নাক উচিয়ে বললে –“কই হাচি তে পাচ্ছে না । তবে এটা তেলির বাডি নয়, মালির বাড়িও নয়।’ ‘কুমোর বাড়ি কিনা দেখো তো, বুলে খটাস শোলক আওড়ালে ? হাড়ি পাতিল ঠুকুর ঠাকুর কলসীর র্কাধা পাতখোলার সোদা গন্ধ কুমোর বাড়ি বাধা । রিদয় এদিক-ওদিক নাক ঘুরিয়ে বললে –‘না, কোনো গন্ধই পাচ্ছিনে ? ‘আচ্ছন্ন দেখো দেখি গয়লাবাড়ি কিনা? গোয়াল ঘরে দিচ্ছে হামা নেহাল বাছুব ঘোল মউনি বলছে ঘবে গাবুব গুবুব ভাল দুধ টোকো দই দিচ্ছে সেথ' বাস মোষ দিচ্ছে নাক ঝাড়া গৰু চিবায় ঘাস । রিদয় পুবদিকে নাক তুলে বললে –‘এসব কিছুই নাই এখানে ? নেউল পশ্চিম দিকে শুকে-শু কে বললে—“যেন । ভজে ঘাসের গন্ধ পাচ্ছি ? খটাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে কান পেতে নাক ঘুরিয়ে বললে—‘এটা গয়লাবাড়ি বটে, কিন্তু তেমন গোড়া গয়লা নয়। শব্দ আর গন্ধগুলো কেমন ফিকে-ফিকে ঠেকছে, বিচিলি আছে, ঘাসও কিছু আছে, গরুও একটা যেন আছে বোধ হচ্ছে ’ ঠিক সেই সময় বুদিগাই ওমঃ’ বলে একবার ডাক দিলে । তিন পথিক তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলে –কত কালের পুরোনো চালাখানা তার ঠিক নেই, বিষ্টির জলে মাটির দেওয়াল গলে VIII অ, ৩য়—২২