পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর খাব না ? ও ভাই রাজপুত্তর মাচানের উপর থেকে এক বোঝা খড় নামিয়ে দিতে পার, বড় খিদে লেগেছে ? রিদয় দেখলে চালের বাতায় মস্ত এক বোঝা খড় চাপানে রয়েছে বটে, কিন্তু সেটা টেনে নামানে রিদয়ের সাধ্যি নয়, একটা অঁাটি কোনো রকমে টেনে রিদয় বুদির মুখের কাছে ধরে দিলে। গাই খড়গুলো মুখে নিয়ে জাবর কাটতে লাগল। রিদয়ের একটু তন্দ্র এসেছে, এমন সময় বুদি আবার বলে উঠল —ওমা গো,ভাই পাত্তরের পুত্তর একটুখানি জল এনে দিতে পার ? নেউল ঘুমের ঘোরে বললে –"এত রাতে জল পাই কোথা ? বুদি বিনয় করে বললে—‘বাইরেই বিষ্টির জল জমা হয়েছে, উঃ বড়ো তেষ্ট, আমার গলার দড়িটা যদি খুলে দাও তে৷ ওখানে গিয়ে একটু জল খেয়ে বাচি । লেউঃ, বুদির গলার দড়িটা দাতে কেটে দিয়ে বললে –‘যাও তবে ? বুদি ছ-পা গিয়ে বললে –‘ইস ভারি অন্ধকার, ভাই কোটালের পুত্তর ? খটাস আধবোজা চোখ মেলে বললে –‘কী ? বুদি একে রাতকানা তাতে আবার কানে কালা হয়েছে, খটাস কী বললে—শুনতেই পেলে না। আবার ডাকলে –‘ও ভাই কোটালের পুত্তর, আমি রাতকানা, যদি গলার দড়িটি ধরে একটুখানি এগিয়ে দিয়ে এস তো ভালো হয় ? ‘ভালো বিপদেই পড়া গেল, বলে খটাস দড়িটা ধরে বুদিগাইকে উঠানের মাঝে টেনে নিয়ে অন্ধকারে দাড় করিয়ে সরে পড়ল। রাত তখন বারোট, খড়ের গাদায় তিন বন্ধুতে আরামে নিদ্রা যাচ্ছে, এমন সময় বুদিগাই এসে সবার কানে-কানে বললে –‘বড়ো বিপদ, বুড়িটা মরে গেছে ? রিদয় তাড়াতাড়ি চোখ মুছে বলল –‘সেকী। মরল কেমন করে ? ৩৩৯