পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডাক দিলে ‘ওমঃ, ঠিক সেই সময় একটা গুগলি পুকুর ঘাট বেয়ে আস্তে-আস্তে জলে নেমে গেল । রিদয় পুকুর পাড়ে ই করে কী ভাবছে দেখে রিদয়ের মা কাছে এসে বললে ‘—কী হল তোর ? রিদয় মাথা চুলকে বললে –‘ম, আমি কি সত্যিই বড়ো হয়ে গেছি ? বলে আপনার মাথায় হাত বুলোতে লাগল ! সেই সময় ডালিমগাছে টুনটুনি পাখি বলে উঠল –‘ওকী রিদয় হল কী ? মাথা আর মুণ্ডু হল ? বলে রিদয় পুকুরের জলে ঝাপিয়ে সাতার আরম্ভ করলে । রিদয়েব মা চেচিয়ে বললে –‘এত বড়টি হলি তবু তোর ছেলেমানষি গেল না। উঠে আয়, পাঠশালায় যাঃ ।” \రి(t: