পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীতির খুদিরাম কতক মনে রাখলেন, কতক সাটে খাতায় টুকে রাখলেন। একটা কারখানা বলেন খাতাঞ্চি, আর একটা বলেন গোসাইজী, একটা বলেন জগমুনশি, একটা বলেন চণ্ডু মশাই । এমনি ভাবে হুপ্তায় নয়ট করে মালসা পোড়াতে পোড়াতে দিন ছোটো, রাত বড়ো হয়ে উঠল। তখন মালসার সঙ্গে রামপাখিরও দর এত চড়ে গেল যে আর তখন বৈঠক বসানো অসম্ভব হয়ে পড়ল । তখন খতম হলো হানাবাড়ির কারখানা। চাপ যন্ত্রে চাপা গেল তারপরে পুর গ্রন্থ ব-কলম। \రిఁఆ