পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কস্তা, রূপেগুণে ধন্ত, হাজরা পাড়ার দিলু পাচ্ছে না তার যোগ্য বর —সেই মেয়ে এলে পূর্ণ হয় গোবিন্দ গোয়ালার শূন্ত ঘর, বংশটাও থাকে বজায় । ঘোষজ বললে, সে আমার অজানা নেই । র্তাতি বললে, মেয়েট নয় ফেলনা, বলে গেলাম যা, ভেবে দেখো, সুখে করবে ঘর-কল্পা । হাঁটে এমো-কাঠের জানল। কিনতে এখন আমি যাই । র্তাতি গেল জানল। কিনতে, তখন ঘড়ি বললে, বেলা তিনটে ; ঘোষজ বসে করে চিন্তে —গাই কিনতে গো-হাটে যাই, না দিনটা দেখে হাজরা পাড়ার মাঠ-বাগে আগাই। ডাকের মস্তর, কাক চরিত্তর দেখে ঘোষের পোর যাত্রা করতে স্থির, বড়ো কাটা দাদাশ্বশুরের ঘড়ির ঘুরুল আড়াই পাক, ছোটাে কঁাটাকে ছু-ঘর ঠেলে দিয়ে টিক্‌টিক করল যেন হয়ে অস্থির। সে দিকে দৃষ্টি না দিয়েই, লাল স্থতে হাতে বেঁধে একখেই, খসখসের আতর বেশ করে মেখে, ফস করে চাবি দিয়ে দোরে, দিলু হাজরার জামাই হতে মানস করে, পা চালিয়ে সজোরে ঘোষজ হল বাহির। সামলাতে পারলে না –তাড়ির দোকানে খোজ করতে বসে গেল একখানা গরুর গাড়ির । দলে ভিড়ে গান ধরলে – "গরু গাড়ি চাকায় চলে গাছের আগায় তাল ধরে সে গাছে আছে তাড়ি । টাল মাটাল করবি কত কাল রে মন ভারি না হলে চলো না শ্বশুর-বাড়ি । স্মৃয্যি ডুবল ; চন্দর ভুবল, শেয়ালে তুলল রোল। عيون رعا