পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুটেরানীর মঠ ছপুলিয়ার পুটেরানী দাহ হলেন যে আঘাটায়, সেখানে উঠল কালীবাড়ি। পূজারী হলেন ঘোর শাক্ত ঘাট-বামন খামাচরণ নাম। ইস্টেটের বরাদ মাসিক পাচটাকা—শু্যামাচরণ সংসারে এক, তাতেই ইষ্টদেবতার ভোগরাগাদি সামলে চালান। 鬱 সেদিন ভৈরব দেয়ান শুামাচরণকে ডেকে সমঝান –মায়ের সেবা তো যথাসাধ্য করছ, মঠ-বাড়ির সৈষ্ঠব বাড়ছে কই ? শুনি তে কেবল বসে-বসে পড়ছ তন্ত্রের বই, মঠবাড়ি যে শূণশান, অথচ বাড়াতে বলছ মাসিক বারদ । খামাচরণ বলেন, আজ্ঞে আমি তো আছি চিরবাধ্য। দেব-সেবার ক্রটি হয় না, অতিথি জমা হয় –যদি রয় মদ্য-মাংস, নবান্ন, উত্তম ঘৃত, মিষ্ঠান্নাদি সুখাদ্য । বলেন ভৈরব দেয়ান, অতি সেয়ান –ও কথা দাও ছাড়ান, আমি ভাবছি এক, তুমি আর এক ভাবছ। আমি চাচ্ছি মঠবাড়ির সৈষ্ঠব, তুমি চাচ্ছে কাগ-চিল অতিথ সব ইস্টেটের অন্নধ্বংস করুগ গবাগব। তোমার মত বেকুব দেখি নাই এমন, তোমারে বোঝায় কার সাধ্য। শু্যামাচরণ বলেন, উপদেশ কন, পালন করতে প্রজািত এ দাস চিরবাধ্য। উপদেশ হল, এই আদ্যনাথকে কর তোমার চেলা । তুমি তো কবে আছ কবে নেই। তোমার অবর্তমানে যাতে সকল কাজের ধরতে পারে খেই, বর্তমানে পুজো-আত্রাদির কাজে বালকটাকে পাকা-পোক্ত করে তোল এই বেলা ! যাও, বারে বারে দরখাস্ত করে ব্রক্ত কর না আমায় । বিনা বাক্যব্যয়ে উপদেশ লয়ে বিদায় হয়ে গেলেন শু্যামাচরণ চিরবাধ্য। לףס