পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরে বললে –এই যে অবুবাৰু নমস্কার। কেমন আছেন ? বলেই দুজনে গীত ধরলেন – ভাল আছেন ত, ভাল আছেন ত ? দেখছি কাহিল নিতান্ত মন প্রাণ ত আছে শাস্ত ? চিনতে পারছেন ত ? উপদেব উপাধ্যায়, প্রভূত সামন্ত ভূতখানার কিউরেটার ও তার অশিষ্টান্ত ! দেখি একটা কিছু জবাব না দিলে অশিষ্টত হয়, বললেম।--ভাল আর কী, যেতে যেতে রয়ে গেছি। প্রায় হয়েছে প্রাণান্ত ; কই মশায়দের স্মরণ হয় না তো ! কী আশ্চর্য ! কত্তকালের ফ্রেনশিপ । একদম মেমারি স্লিপ । আমরা কিন্তু ধরেচি ঠিক আপনি অবুনিবাবু না হয়ে যান না। শিল্পীপ্রাণ শিল্পীপ্রোদান শিল্পাচার্য আমরা আপনার—বলেই দুই প্রভুতে আমার দুই হাত ধরে টেনে নিয়ে চলল । আমি ভাবচি —যাচ্ছি কী যাচ্ছিনা । তারা বলছে -- চলেন চলেন, দেখবেন চলেন আমাদের ভূতখানার অদ্ভূত কলেকশানটা! প্রভূত বললেন—ভূতখানাটি ভুলেশ্বর পরগণার-ভূভারতের অধুনালুপ্ত কৃষ্টির রত্ন সমষ্টির—বললেও চলে –একটি বিশেষ রত্নভাণ্ডার । উপদেব বললেন –এখান থেকে দেখেন ধাচা খানা বাড়িটার— সত্যি বলেন, কেমন লাগচে আপনার ? আমি আর কী বলি, মুখে এল –ভূতগত-ব্যাপার, সামনে বললেম-চমৎকার! চৌকোস যেন লখিন্দরের মাঞ্জাসটা লোহার عيحسينما