পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তার চেয়ে ভালো আমার ঠাকুরবাড়ি ওকাজ নারি, বাদোশাবাবু রাধুনি ঠাকুর হতে নারি আর কী হওয়া যায় ভাবনা ভাব তারি। —‘রোসো ভাবি—দুম পাচ্ছে ভারি-ঠাকুর-দাদাঠাকুর— ঠাকুর দাদা ? ‘বস হয়েছে, চুকে গেছে বাধা—ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুরদাদা ? ‘কার ঠাকুরদাদা ? ‘কেন তোমার, তোমার শুধু দাদার— এরপর কথা নেই আর । আন মুন মাখিয়ে পুড়িয়ে আদা ! —‘কে পোড়াবে ? —‘কেন তুমি ? —‘হাত পুড়বে না ? —তবে রাধুনী ঠাকুর পোড়াবে।’ —“তুমি খাবে ? এই নাও, মুখ খোল দেখি। মুখ যে খোলেন, রোসে মন্তর পড়ি—হুন— মন্তর মস্তর দাতি ছাড়া মন্তর চোল ধরা মন্তর আদায় মুনের ছিটে, চুণে গুড়ে, চিট্‌চিটে— খুলে যায় খিল দন্তর কার আজ্ঞে ? লোহদস্ত মুনির আজ্ঞে ; অমুজ্ঞে কার ? করাতি দাতার ; প্রতিজ্ঞে কার ? হাতে যার জাতি যন্তর।’ —‘যাঃ ফু: ' —‘দাতি ছেড়েছে, বাদোশাবাবু, বাতাস খাবু! —‘বাতাসা নেই, আদাপোড়া ? —‘নড়ল না চোয়াল জোড়া ! \రిపె(t