পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—‘চকলেট চকচকে রাংতা মোড় ? —‘এই খুলল কুমীড়ে হুঁ, চোখ খুলছেন। —ফেল দেখি চক্‌লেট দু’জোড়া ! ই আঁ, আরে ছ্যা: এ যে খালি কাগজ ? ‘মুখ খুলে গেছে এখন গল্প বেরক ফসফিস।” শোন শোন গল্প বলি ঠাকুরদাদার গ্রাণ্ডফাদারেরও গ্রাণ্ডফাদার পেকে হয়নি বুনো তত পুরনো একটা গলি, তারই মোড়ে আর এক গলি আর এক মোড় আর এক গলি ছিষ্টি করেছে অলি গলি গোলক-ধর্ণধার তার মধ্যে দিয়ে ঠাকুরদাদা চললেন ঠানদিদি আনতে বাদোশাদাদার বাজিয়ে গড়ের বাছি, জ্বালিয়ে ফাসকেলাস খস্গেলস্ দেদার। সঙ্গে চলল বরযাত্রি ভোলানাথ পুরুত ছিরাম ঘটক মুখে চুরুট —নেড়ে টিকি । তখন খাননা তামাকটি ঠাকুর দাদা ঠোটের পরে সরু টানটি গোফের রেখার টাক ঢাকা কোকড়া চুলে টেরির বাহার চাপ কান কিংখাবের পায়ে মখমলের জুতো পঞ্জাবের মাথায় কার্ত্তিকের পাগড়ি, কপালে চন্দন, গলায় মুক্তাহার ফেটিং গাড়ি চারঘোড়ার— খেপে বুঝি এই ভয় হচ্ছে ঠাকুরদাদার । সে ভারি মক্কার ভিড় বরযাত্রার সঙ্গে তখন রাধু নেই—আছেন কুণ্ডু রামলাল গলায় সোনার হার । পুরুত বলেছিল খালিপেটে যেতে \లిఫిస్క్రి