পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামলাল লুকিয়ে দিয়েছিল খেতে— লুচি ষোলোখান রামপাখির কাটলেট খানচার । —“ঠাকুরদাদা লুচি খেয়ে গেলে কয় গণ্ডা ? —‘আরে ভাই চার গণ্ডা ? —‘কতদূর যেতে হল তোমার ? . —“বেশী দূর নয় এই গলির মোড়েই শিব মন্দির তারপরেই এক গলির মোড়ে দোকান দোয়ারি ময়রার তার পরেই থালা ঘটি বাটি বেচে হরিচরণ কর্মকার তার পরেই শ্বশুর মন্দির।” ‘যেতে কতক্ষণ লাগল ? —“ত জুনেকক্ষণ, অনেক লোক লস্কর, পথে কন্ধকাটা, গন্নাকাটা পায়ে পায়ে সবাই আগ বাড়াল, সঙ্গে ছিল কাবুলিওয়াল পাহারাওয়ালা –পৌছতে বেশ একটু খিদে চাগল ? —“তারপর ? —“তারপর ভাই রঙ্গ বাধল – নাপিত বললে—‘চোগা-চাপ কান পেণ্টলান ছাড়াও রামলাল ! খুলে নিয়ে গয়নাগাটি, জুতোপাটি সাজ গোজ চমৎকার দিলে পরিয়ে একখান চাদর, দশহাত ধুতি— পাড়টা তার লাল । ফতুর বেশে ঠাকুরদাদাকে শেষে টেনে নিয়ে গেল—কে জানে কে সে ? ভোলানাথ বললেন—‘হাটুর কাপড় তুলে উবু হয়ে বস হেসে একগাল’ । ভোলানাথ তো ভোলানাথ, ভুলে গেছে আমার হাটুতে বাত উবু হয়ে বসতে ছাড় ছাড় ধাত, পিড় পরে কাৎ হয়ে পপাৎ

  • 19ఫి a