পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চার —‘পটকান ফলে কোন গাছে বাদোশামশায় ? —‘কেন, লটকান গাছে। তুমি বলত দাদামশায় চিৎপটাং ফলে কোন গাছে ? —কেন, তৃপপতাং গাছে, ফলটি খেয়েছ কি তৃপ্ত হয়ে গেছ আর খাবার ইচ্ছে হবে না। তাকিয়া ঠেস্ দিয়ে ভুড়িতে হাত বোলাও আর শুয়ে থাক বিছানায়।’ —'খাবার ইচ্ছে হবে না ? "וזה'– —"াচ ড়ে ভাজা সামনে ধরে দিলেও না ? -"π ' —'চিনে বাদাম ? গোলাপী রেউড়ি ? গরম ফুলুরি ? চকলেট ? বিস্কুট ? লজনপ্পুষ—ইত্যাদি ? —কিছুনা ? –‘মিশির বোধহয় আজ সেই ফল খেয়েছে দাদামশায়, আমি দেখেছি খাটিয়ায় পড়ে ভূড়িতে হাত বোলাচ্ছে —মটর চলবে না বলে পাঠিয়েছে—আমার ইস্কুলে যাওয়া বন্ধ ? —'আরে সে ফল পেলে তো খাবে। পৃথিবীতে জন্মায় না সে ফল –দেবলোকের গাছে স্বর্গের বাগানে ফলে। মিশির কাল মটর ভাজা খেয়েছে বেশী করে তাই পেট ফুলে ঢোল হয়েছে, উঠতে পারছে না, কাল ঠিক উঠবে।’ —‘কাল রবিবার, ইস্কুলের ছুটি, উঠলেও আমি যাচ্ছিনে । সোমবারের আগে সেই গাছ একটা আনাতে পার না দাদামশায় ? —আমাদের যুধিষ্ঠির যদি বেঁচে থাকত আনতে পারত। —যুধিষ্ঠির কে ? 80 &