পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি বললেম—‘মেথর নয় তো হোয়াট ইউ ’ সে হেসে বললে—‘গো এণ্ড রাড-ফাষ্ট বুক, প্যারিচাদ সরকার —আপন গড আই এম নট মেথর, হাইকষ্টি স্কেভেঞ্জার। দীন দরিদ্রকে উপহাস করিয়া লজ্জিত করিবেন না —আমি অতি অজ্ঞ ।” —“তুমি কী করলে দাদামশায় ? —'আরে ভাই কী ইংরিজি কী বাংলাতে হার মেনে আমি বোকা' বনে গেলাম —কান লাল হয়ে উঠল লজ্জায়।’ ‘তারপর ?’, —“তারপর বলি শোন। ইস্কুলে আমার পাশে যে বসত, সে ডবল প্রমোশান পেয়ে ক্লাসে উঠে গেল –আমি ইংরেজি বাংলা ছয়ে ফেল হয়ে হেডমাষ্টারের হাতে পায়ে ধরাধরি করে ক্লাসের সেকেও বেঞ্চিতে বসবার হুকুম আদায় করে পুজোর ছুটিতে বাড়ি এলেম যখন, তখন হাফ হলিডের লেজুরটুকু আছে বাকিটা বাদ । —‘মার খেলে না বাড়িতে এসে দাদামশায় ? —"ক্ষিদে ছিল না ভাই, দুটো কুচে গজ খেলাম, রামলাল বললে হয়েছে তো প্রমোশন ? আমি বললেম –“হয়েছে, দুধ খাব না, নিয়ে যাও ’ প্রমোশন নিয়ে আর কিছু গোলমাল হল না।’ —“কেন ? —‘আবার কেন ? দুধের বাটি চাপা পড়ে গেল।’ —“তারপর ? —‘কত আর তুধের বাটি চাপা দিই। মাষ্টার গেল টের পেয়ে— সেকেও বেঞ্চির উপরে আর উঠতে প্রমোশান হয়নি। ‘দী র্যাম’ একশোবার –তার মানে একশো বার লেখার হুকুম দিয়ে পুজোর ছুটিতে বাড়ি গেল। ইস্কুল-ঘোড়া পুজোর ছুটি পেলে, আক্কেল সহিস সেও পেল –কেবল আমিই পেলেম না ইঙ্গলের পড়া থেকে ছুটি । রামলাল চাকর খাতা বেঁধে আনলে রুল টেনে । —‘কী মুস্কিল, দাদামশায় কী করলে ? ge