পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—‘অ্যা, না কী কর দাদামশায়, পকেট ছিড়ে যাবে, ছেড়ে দাও । —‘আরে পকেট নিচ্চিনে ? —তবে দেখ যাঃ ফোক্কা—উড়ে গেছে—কেমন ঠকেছ ? “ভারি তো তোমার অবাক-জলপান, আমি ওর চেয়ে ভালো জিনিস বিনি পয়সায় খেয়েছি।” —‘কী বলনা ? —“শুনে কেবল ছুঃখু বাড়বে, খেতে তো পাবে না।’ —‘নিশ্চয় তোমার পকেটে আছে, দেখি ? —“দেখ, এ পকেটে রুমাল, ও পকেটে চশমার খাপ, বুকের পকেটে কলম, খড়কি কাঠি, অ্যা, ওটা নিও না-ও আমার নোট । ‘খুলে দেখি f' —“দেখ আপত্তি নেই ? —‘এ কী লেখা আছে ? —পড়ে দেখ না ? —‘চেপটা মাথা চট জলদী ! ‘কী বাদোশাবাবু কথা নেই যে? অবাক-জলপানের চেয়ে খাসা জিনিস কিনা বল ?—ও কী কাগজটা খেয়ে ফেললে যে ? —হাকু থুঃ তেতো ' —‘লেখা কাগজে তেতো হবেনা, জীভে কালী লেগেছে । যাও মুখ ধুয়ে এস —চেপটা-মাথা চট-জলদীর গল্প হবে।’ —‘কামিজে মুছে ফেলেছি আর তেতো নেই।’ —“আচ্ছা তাহলে মুখটি বুজে কানটি খুলে রাখ, গল্পের মাঝে মুখ খুলেছ কী চট-জলদী পালিয়েছে। শোন বলি– যুধিষ্ঠির মালী-ঘাড় নাড় যে বাদশা ? শোন না বলি-হাত নাড় যে ? যুধিষ্ঠির মালী—এ কী উঠে যাও যে ? আচ্ছা বুঝেছি, যুধিষ্ঠিরের গল্প চলবে না। বস, বলি শোন— যখন যে তরকারিটি মাছটি নতুন উঠবে বাজারে, সেটি এনে 8 Sર