পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছয় দাদাভাই ! –আরে কে ও ? কাবুলিদিদি যে। ষষ্টির দিনে হঠাৎ, মা কই বাবা কই, তুলালী কই । — তার পুজোবাড়িতে, তুমি তো গাড়ি পাঠালেন। তাই মিশিরের গাড়িতে আমি চলে এলেম, আকাল আগমনী! দাদাভাই —বাবা মা নেই, রাধাকাস্তকে এইবেল খেলনা আনতে বলে দাও ! —রাস্তায় আসতে কিছু দেখলে ভাল খেলনা কাবুলিদিদি ? —একটি দেখেছি, চমৎকার মাটির পুতুল ; —বল কেমন শুনি ? —ষষ্টিবুড়ি যষ্টি হাতে গুড়ি গুড়ি যায়। —ওই শোন দিদি যষ্টি ঠক্ ঠক্ সিড়িতে উঠছে পুতুল ! –না দাদাভাই আমায় ভয় করছে, আমি ও পুতুল নেব না । —দামটা লোকসান যাবে যে ! —ও তুমি নিয়ো! আমি কী পুতুল খেলি ? —না খেল তাকে তুলে রাখবে ঘর সাজিয়ে! আচ্ছ। রাধাকান্তকে বলে এস নতুন পুতুল জোগাড় করুক। —দাম —সে ভাবনা নেই, বল আমার ঐ যে হাতঘড়িটা আছে সেইটের মধ্যে পয়সা আছে -- চুপি চুপি বার করে নিয়ে, বুঝলে ? হুঁ কাউকে বোলন। —ও দাদাভাই এযে দাছ এল লাঠি হাতে, যষ্টিবুড়ো ত নয়। —আমাকে দিয়ে দিয়েছ আর ফিরে পাবে না ! –ইস্ আমার দৃছি। —তোমার দাদ্ধ হতে পারে কি, দাম তো দিয়েছি আমি। —কত হলে ছেড়ে দিতে পার । , —দাম কেন, তুমি নাও না অমনি। 8为总