পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—আচ্ছা তুমি কী বলছে শুনি কাবুলীদিদি —তবে এর বিচার। —আমি বলছি এতক্ষণ ধরে গাড়ি বসিয়ে রেখেছেন কত তেল পুড়ছে বল । – তা পুড়ছে বইকি । —তবে ? যদি আসবার সময় তেল ফুরিয়ে যায় ? —ফুরিয়ে যায় যাবে তোর তাতে কিল ? —আঃ থামনা দাছ, আমি এক বলছি দাদু আর এক বলছেন। আমাকে বলতে দাও— —দাছ কী বুঝবে তুমি চুপি চুপি বল তোমার মনের কথা —শোন, বুঝলে তো— —ঠিক বুঝেছি। —দাছকে বুঝিয়ে लt७—বুঝলে ৩ বোঝাব-পুজোর দিন টেক্‌সি পাওয়া শক্ত, মিশিরের গাড়িও চলবে না —বাবা মা তুলালী রিস্ক ডেকে সোজা বাড়ি যাবে ; এইতো তোমার ভাবনা কাবুলীদিদি ? —তিনজনের বেশী চাপলে রিস্ক ভেঙে পড়বে কী দাদাভাই ? —রিস্ক ভাঙতে না পারে রিস্কাওয়ালার কোমর ভেঙে যাবে, এতো মিশির ড্রাইভার নয় ? —যায় যাবে, তুই এইখানে থেকে যাবিলচি খেয়ে । —আরে না না, এই দেখ আবার কী চোখে পড়ল – ফ্রাঃ ফুঃ সেরে যাঃ গেছে তো ? —গেছে একটু একটু আছে । কোথায় গেছেন পুজো দেখতে বাবা মা –বলে ফেল ও কাবুলীদিদি, জেনে রাখি। --বাবা মায়ের মামার বাড়ি । —তাহলে ভয় নেই তেলকলঘাট কাছেই । —ভাবিস কেন আজ ষষ্ঠি, আসতেই হবে তোর মাকে বাপের বাড়ি । 8 ఫి