পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—‘দাদাভাই চালভাজ খাই ময়ন মাছের মুড়ো”—এ পুতুলটাকী দাদাভাই ? —এ সেই খেংরাপটির বাড়িওউলী, দেখচ না বাট হাতে - ঠোটকাট এখানে নেই, তুই যা আমাদের ঘর ঝাটাবার লোক আছে । - —ওটা তুই নিবিনে তো রাখ রাধুর কাছে। —থাকন, আগে কোনটা কী বুঝে দেখি দাছ! —কাবুলীদিদি, এটি যে দেখছি কর্তা বেগুন ভর্তা । —ও আমি চাইনে রাধুর কাছে থাক, তুলালী নেবে এলে । —এযে দেখি জীব বার করে মেমাচ্চে কচি পাঠার মুড়ো— —বুঝেচ দাদাভাই ও সেই গিন্নির, আমি নিচ্চিনে । —রোধে খেয়ে ফেলাবে । — আর মাগো দেখলে ঘেন্না করে ও আবার খাবে। একরকমের নাটপুতুল দুটি আনলে কেন রাধাকান্ত ? —ও জোড়া ছাড়া বিকোয় না নিতাইগেীর । —ঠিক হয়েছে, এছুটি রাখতে হবে দাদাভাই, গোরাচাদ দয়াল নিতাই ভুলে গেলুম যে ছড়াট । —এটি কে নেবে কাগজে মোড়া ? —ঐ দেখ দাছ একটা পুতুল লুকিয়ে রেখেছেন। —বোধহয় মুড়ির ঠোঙা । 朗 —না পুতুল, আঃ হাতে দাওনা একবার টিপে দেখি । —তা হবে না, ঐ দুলালী মা বাবা সবাই এসে গেল••• —বাদোশাদাদা মামিমা রোসো দাছ একটু থির হয়ে বলছি, ভেবে নিই, ভেবে পাইনে যে দাদাভাই— —আচ্ছা স্মরণ কর দেখি, সেই দোরে দোরে কেঁদে বেড়াচ্ছে— —ঠোটকাট নাকি ? —না সেতো আসেনি রাধু বলে তবে । মনে পড়ছে ? —বুক ঠুকে বলে ফেল তার নাম । 8२२