পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাত বস্ দাদামশায়, একদম ডিসাপিয়ার । —কী গজ না খাজা ? —তোমার রূপোর ঘটির ঢাকা । —কী হবে এখন ? একদম পুলিশ কেস দাদামশায় ! —তুমি ব্যস্ত হেয়ে না, বাদোশাবাবু। এতো সেকাল নেই যে প্যাজ খেলে মুখে গন্ধ করবে না। চোর ধরা যাবেই, জিনিষটা একদম যখন ডিসাপিয়ার করলে তখন তুমি কোথায় ছিলে বাদোশাবাবু ? —দাত মাজচ্ছিলেম সকালে উঠে। —তোমার সামনে থেকে ডিসাপিয়ার ? —একদম দাদামশায় ! একদম ডিসাপিয়ার নট হিয়ার নট দেয়ার নো হেবাএ্যার ! হু ইট, আগুন, মষ্ট ভমিট কয়লা ফায়ার কখন ছাই চাপা রয়ন ঢাকা আছে হয় নিকটে নয় দূরে মেস্টিং পটে বাদোশাবাবু নো ফিয়ার ঘটি বাটি টেবিল চেয়ার নাইট মেয়ার এই এ্যাপিয়ার এই ডিসাপিয়ার ! —বাদোশাবাবু, ঢাকনির ভাবনা ভেবে আর লাভ নেই। বলত ঘটিটা এখন দেখতে লাগছে কেমন ? —ভারত যুদ্ধে কাটা পড়া ঘটোৎকচ যেমন । —হিয়ার হিয়ার, শ্রী চিয়ার, হেড ডিসাপিয়ার টেল এ্যাপিয়ার। 838