পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—চোখের সামনে থেকে ঢাকনাট ডিসাপিয়ার দাদামশা ! —তা না হলে ঘটোৎকচ তো এ্যাপিয়ার হতে পারে না, বাদোশাবাবু— 哆 —আচ্ছাসচক্ষে ডিসাপিয়ার এ্যাপিয়ার হতে দেখেচ কিছু তুমি ! —কেন এ প্রশ্ন হল আগে বল । —আমার তো মনে হয় দাদামশা, একবার ডিসাপিয়ার হলে আর এ্যাপিয়ার হয় না— —হয় ভাই যদি না বগীচাসাই হয়ে যায় জিনিসটা । —বলত শুনি কেমন ? —বলি শোন সচক্ষে দেখেছি সকর্ণে শুনেছি যা—। পালকি গাড়িটি ছোট্টো, তার চেয়ে ছোটো ঘোড়াছুটি, গাড়ি ঘোড়ার চেয়ে ছোটো কোচমানটি, শনিবারে শনিবারে তাতে চড়ে ও বাড়িতে এসে নামতেন একটি ভদ্রলোক, নাম ভুলে গেছি –ঐ মিশিরের মতে লম্বাচওড়া শুধু রংটা কালে। আর গোফ জোড়া পাক৷ ঠিক যেন কলা দুটো । দেখতে পাচ্ছ তো বাদোশীবাবু ? —পষ্ট দেখেছি ছোটো পালকিতে চারখানা চাক, তাতে দুটি ছোটো ছোটো সাদা ঘোড়া জোতা, বাচ্ছা কোচমান কোচবাক্সে বসে--- —বলে যাও থামলে কেন ? —দাদামশায়, তার মধ্যে কী করে অতবড়ো মানুষটি চুকতেন বার হতেন তাতো বুঝলেম না ! —তুমি বুঝবে কী ! আমি এখন বুঝলেম না । —তুমি দেখেছিলে ঢুকতে বাব হতে ? —সচক্ষে দেখা মানুষটি গাড়িতে ঢুকতেন যেন ডিসাপিয়ার হয়ে যেতেন, বার হতেন যেন এ্যাপিয়ার হতেন । —এ তো ভারি মজার কথা । —আরও মজা আছে শোন –বাড়ির উত্তর ধারে আস্তাবল, সেখানে থানজুড়ে বড়ে ঘোড়া বাধা থাকে। ছোটো গাড়ি ছোট্রে 8《: