পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—কেমন করে যতন করতে হবে আঙ্গুর গাছের, কে বলে দেয় । —কেন ঈশ্বর গুপ্ত। --তিনি আছেন না— –নাই থাকুন, তার উপদেশ আছে –ছাপার অক্ষরে ছাপা, বলি (աiթ আঙুর গাছের কিছু করি বিবরণ, মাচা বিনা তরু-বর বাড়ে না কখন ফলফুল সুমধুর কিছুই ধরে না, অল্প দিনান্তে বৃক্ষের প্রাণও রহে না, কিন্তু এক মঞ্চ যদি পায় সে আশ্রয়, শাখাপললবে প্রতিদিন উন্নত সে হয়।’ —কাল সকালেই একটা মঞ্চ বঁধা চাই দাদামশা। —“বিনাশ্রমে আঙুরলতা না পারে বাড়িতে, নিতান্তই মরে যায় পড়িয়া মাটিতে—’ —ফলবে তো দাদামশায় ! নিশ্চয় । ফলেই ফলাই ফল না হয় বিফল, তবেই সফল সব যদি হয় ফল ।” —মঞ্চ কে বাধবে ? —কেন, বাগোয়ান মালী তো আছে — । 8ՀԵ