পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমিও সট করে সেই ফঁাকে সট কার মুখনলটা ঘরের আর এক কোণে গুজে রেখে যেখানকার সেখানে গট হয়ে বসে ডাকলেম, ও বিশ্বেশ্বর আর একছিলুম দেবে না ? আরে মশায় রসেন, বাবুর সট কাটা দিয়ে আসি। এক মিনিট দেরী হলে কী হবে বোঝেন তো । —তা আর বুঝিনে বিশ্বেশ্বর । যাও আমি বসে আছি। —জল ফেরান হল, নলগাটা কল কি সরপোষ আখরদান সব ফিটফাট, মুখনল আর পায়ন ? কী বিশ্বেশ্বর খুজ চ কী ? —আরে মশায় মুখনলটা ! দেখ তো বাবুর কাকাতুয়া পাখিটা এইখানে ঘুরছিল, নিয়ে যদি পালিয়ে থাকে ! –এই যে টেবিলে রেখে গেলেম এর মধ্যে কে গাশ্লাই করলে ? —কে জানে বাপু যে প্যাজ খেয়েছে তার মুখ গন্ধ করবে, আমারো জুতোটা গেল এ ভাল কথা নয় । তুমি একবার দেখ দেখি খুজে জুতোজোড়াটা । আমি দেখি, মুখনলটা গেল কোথায় । —তাই দেখা যাক বলে এখানে ওখানে হাতড়ে এই যে আপনার জুতোজোড়া দেখেন দেখি । আমি দেখলেম সত্যিই পম্প আমার । ফিরে বললেম ঐ যে তোমার মুখনল চকচক করছে ঐ কোণে দেখত— বস্ সেয়ানে সেয়ানে কোলাকুলি হয়ে চুকল— বিশ্বেশ্বর গেল সট কী দিতে, আমিও দশটার গাড়ি ধরে দেশে যেতে রওনা হলুম। আমি বুঝলুম বিশ্বেশ্বর সদাশিব নয়, বিশ্বেশ্বরও বুঝলেন মনিখুড়ে তোমাদের মুনীশ্বর নন। 88○