পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ রাগে কাপতে কাপতে উঠে নাপিতের চুলের মুঠি এক হাতে আর অন্ত হাতে খাপ-খোলা তরোয়াল ধরে বললেন—“তবে রে পাজি । তুই নাকি এ কথা প্রকাশ করিসনি ? শোন দেখি ঢোলে কী বাজছে ? নাপিত শুনলে ঢোলে বাজছে— ‘রাজার কান কাটা । তাই নিলে কাক ব্যাট ॥’ নাপিত কাপতে কাপতে বললে –‘দোহাই মহারাজ, এ কথা আমি কাউকে বলিনি, কেবল বনের ভিতর গাছকে বলেছি। তা নইলে হুজুর পেটটা ফেটে মরে যে তুম ! আর আমি মরে গেলে আপনার দাড়ি কে কামিয়ে দিত বলুন ! রাজা বললেন—‘চল ব্যাট গাছের কাছে।’ বলে নাপিতকে নিয়ে রাজা মুড়ি-মুড়ি দিয়ে গাছের কাছে গেলেন। নাপিত বললে— ' গাছ, আমি তোমায় কী বলেছি ? সত্য কথা বলবে।’ গাছ বললে— ‘রাজার কান কাটা । তাই নিলে কাক ব্যাট।’ রাজা বললেন—‘আর কারো কাছে নাপিত বলেছে কি ? গাছ বললে—‘না ।” রাজা বললেন—তবে ঢুলি জানলে কেমন করে ? গাছ বললে –‘আমার ডাল কেটে ঢুলি ঢোল করেছে, তাই ঢোল বাজছে --রাজার কান কাটা’। আমি তাকে অনেকবার ডাল কাটতে বারণ করেছিলাম কিন্তু সে শোনেনি।’ রাজা বললেন –‘গাছ, এ দোষ তোমার ; আমি তোমায় কেটে উনুনে পোড়াব।' 86.8