পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেই অন্ধকার কারাগারে একটি-একটি করে দেবকীর ছ’টি ছেলে হল । কংশ রাজা সব কটিকে ধরে ধরে শানের উপর আছড়ে-আছড়ে মেরে ফেললে, তারপর সাত বছরে দেবকীর ঘরে শ্রীকৃষ্ণের ভাই বলরাম জন্ম নিলেন। দেবতার।. অস্থর কংসের ভয়ে চুপি চুপি দেবকীর বুকের কাছে থেকে ধবল। গিরির মতো ধপথপে সুন্দর ছেলেটি চুরি করে গোকুলে দেবকীর সতীন রোহিণীর কোলে রেখে এলেন। দেবতাদের মায়ায় কেউ কিছু টের পেলে না। নন্দের ঘরে রোহিণী ভাবলেন আমারি ছেলে, কারাগারে দেবকী ভাবলেন, আঃ মরি। কী চাদ ছেলে স্বপনে দেখলুম। রাজপুরে কংশ ভাবলে, দেবতার দৈববাণী মিছে কথা। এমনি করে দশ মাস কেটে গেল। তারপর ভাদ্র মাসে • কৃষ্ণপক্ষে অষ্টমী তিথীতে শুভদিনে শুভক্ষণে আঁধার কারাগার আলো করে দেবকীর কোলে শ্রীকৃষ্ণ জন্ম নিলেন । আকাশে ঘন ঘোর মেঘ করে ঝম্ ঝম্ বৃষ্টি এল। গড় গড় মেঘ গর্জাতে লাগল। চকমক বিদ্যুৎ চমকাতে লাগল। কালো যমুনা কুলে কুলে ভরে উঠল। সেদিন গোকুলে গোপিনীর যমুনার ঢেউ দেখে পসরা মাথায় বাদল হাওয়ায় গান গাইতে-গাইতে বনের ভিতর দিয়ে ঘরে গেল । আর রাখাল ছেলে গরুর পাল গোয়ালে,বেঁধে কাথা মুড়ি দিয়ে ঘরের কোণে ঘুমতে গেল। গোকুলে ঘরে-ঘরে খিল পড়ল। আর মথুরাপুরে ঝড়ের বাতাস দেবকীর কারাগারে লোহার কপাট নাড়া দিয়ে নগর-বাসীদের ঘর দুয়োর ভেঙে চুরে, শিকল ছেড়া পাগলের মতো হু-হু করে হা-হা করে হেসে সারা শহর ঘুরে বেড়াতে লাগল। 8@br