পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যম নারাণ তৈল ও অশ্বগন্ধ ঘৃত (বাজে লোকদের জন্য )। ব্রাহ্মী ঘৃত-মরিচাদি তৈল, নিম্বাদি রস ইচ্ছাভেদী বঁটি, চা, রুটি, ২ ডজন বড় টিন (বাবুদের আহারের জন্য )। যাত্রার সাজগোজ । মুখোছী ২৫ কৌটা। ক্যানেডিয়ান স্বর্ণের ইম্পিরিং চুড়ি বা হাত কড়া ৪ জোড়া। গুলবাহার শাড়ি । তরল আলতা। হলে{ গ্রাউণ্ড ক্ষুর। জার্মান ক্রপ। আন সেবিং ব্রাস। ভিনোলিয়া কলগেট । কেশরঞ্জন ইত্যাদি (সখীদের জন্য ) ২ টর্চ লাইট, ফিটিং বাক্স ১ টা, বটকেষ্ট পালের তাম্ব ১টা, বাইশিকল ১ গাছ, সাজাহান ১ খান, মোগলবংশ ৭ খান, যাত্রা পাচালির বই খানকয়েক, রেকর্ডখাতা ছোটাে বড়ে ৫ খানা। শৌখিন পাক দড়ি, ১৪ গজ। ঐ সিদ্ধের মায়ার বাধন ২০ গজ। ভূতনাথ খান্নার সচিত্র চিঠির খাম কাগজ, ১ - ০ । রাজহাস ১ জোড়া । আমি বললেম, রাজহাস নিয়ে কী হবে ? ছিরিপদ বললে, ওটা খাতাঞ্চিমশায়ের ফরমাশ। রোজ কলম কিনতে পয়সা লাগে ; ফুটে হাস হলে ডিমও খাওয়া যাবে, কলমও পাওয়া যাবে, মহারাজার টুপিতে গোজাও চলবে। আমি বলি হাসকে খাওয়াতে বুঝি খরচ নেই। ছিরিপদ বললে, চরে চরে খাবে কাদা গুগলি । যদি শেয়ালের পেটেই যায় পালকগুলো তো পাওয়া যাবে। ফর্দ মেলানো হচ্ছে এমন সময় গাইতে গাইতে দ্বিরিকণ্ঠ প্রবেশ করল । (*ांॉब्) কার হিসাব লিখছিস বসে মনের খোশে, আপন কাজ মুলতুব রেখে ? তোর চুল পেকেছে, দাত পড়েছে, পরের চোখে দেখছিস চোখে । 8ግ©