পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—কোথায় রে ? --কাজ আছে । বলেই ছিরিপদ দ্রুতপদে অন্তধান । ছিরিকণ্ঠ হেসে বললে—গেলেন অবনীবাবুর ওখানে —এখন তার ঘুমের সময়, কারু হুকুম নেই জাগাবার। চল আমরা ততক্ষণ বাজারে উড়েযাত্রা দেখে আসি । খালধারে মাঠকোঠা—তারি দোতলায় বাক্স ভাঙা তক্তা, তারি চারি কোণে চার খোটার উপরে পুরোনো কানেক্সার টিন দিয়ে ছাওয়া ছাদ । দেয়াল নেই, ছেড়া চটের পর্দা । আর ঘুণ ধরা বঁাশের চাটাই দরম। এই সবের বেড়া। দরজা এক পাল্লা ছিল এককালে, এখন কেবল কুলুপ দেবার শিকলটা ঝুলে আছে । আসতে-যেতে মাথায় ঠং করে লাগে। এই ঘরে নিয়েছি বাসা, তিন চারে বারো আন রোজ লাগে । নীচে থাকে দোকানী : খান মুড়ির চাকতি আর কলঙ্কধরা পিতলের ঘটির আধ ঘটি জল এই দিয়ে তাড়াতাড়ি ভাত খেয়ে ভিজে গামছা মাথায় বেরিয়ে পড়লেম দুজনে বাজারের দিকে। সেট। বাগবাজার স’বাজার নতুনবাজার গোছের একটা বাজার । একটা কাটের খালি আড়ত। তারি মধ্যে বসেছে যাত্রা । ঢোল বাজছে না, একটা উড়ে একটা টিনের গামলা পেটাচ্ছে –টুকুরু টুকরু। আর একট উড়ে গোসাই গোছের ফোটাকেটে গৌরচন্দ্রিক। শুরু করেছে— আরে মধু মাসরে গুবাবু ফুকি, তেরে কিটি ধাই কিরি বৈঠকি । তরো বেতরো তাকিয়া হেলানে মহা মজলিস বসিলা এহানে । রসিক, মিলিল গণ্ডা গওl, রঙ্গে ঢঙ্গে বিবিধ পণ্ডা । রসন রোচক খণ্ডার বাণী আসর জমক ঠগু পানী । • 8११