পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-हैं। —চুরুট পেলি কোথা ? —কেন, রাধু দিলে। —তারপর ? o —তারপর প্রথম মহলে দেখলেম মুনসী মীর বক্সী আর বড়ো বড়ো পীর মর্দা, পাইক, ঢালী, আরদালী, লস্কর, চোপদার আছাবসহছাব, জমাদার পেশকার, উজির, নাজির, আর বীরবল, কোতোয়াল সব একেবারে খাড়া হাজির –আদবে হইয়া খাড়া রয়েছে সকলে তারপর দ্বিতীয় মহলে দেখি —সব নৰ্জ্জুম তারা গণনা শুরু করেছে । ‘মেরিক মস্তুরি কর অদারত তারা কোমর জোহরা জোহেল এ সাত ছেতারা। তারপর তৃতীয় মহলে দেখি সব আপসরিগণ নৃত্যগীত করছে— ‘ছেতার বাজায় কেহ তমুর মৃদঙ্গ তবলা বেহালা বাজে মন্দিরা মোরচঙ্গ । হারমনি বাজা কেহ বাজায় বসিয়া তালে তালে নাচে গায় ঘাড় হেলাইয়া ।” চতুর্থ মহলে দেখলেম গোলবাগ জহরুত পাথরে বাধা রাস্ত, ফুল চানক ফোঁহারা, তার মধ্যে তেলেছমাতের বাগান পাহাড় পর্বত কেল্লা। সেখানে ভাই জানিস– ‘আন্ধা নামে বৃক্ষ এক বড়ো ছায়াদার ঝোলে ডালে ডালে ফল যেমন আনার’ সে ফল খেলে কি হয় জানিস ? —ন। বল না শুনি, তুই খেয়েছিল নাকি ৪৭৯